Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসরাইলের নতুন ও সাবেক নেতাকে অভিনন্দন জানালো মোদি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২১, ৬:২৫ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেতকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

সোমবার পৃথক টুইট বার্তায় হিব্রু ও ইংরেজিতে ইসরাইলের দুই নেতাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান ভারতীয় প্রধানমন্ত্রী।

নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণে নাফতালি বেনেতকে শুভেচ্ছা জানাতে গিয়ে নরেন্দ্র মোদি লিখেন, 'ইসরাইলের প্রধানমন্ত্রী হওয়ায় আপনাকে অভিনন্দন। আগামী বছর যেখানে আমরা কূটনৈতিক সম্পর্কের ৩০ বছর উদযাপন করতে যাচ্ছি, সেই লক্ষ্যে আমি আপনার সাথে সাক্ষাত ও আমাদের দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে গভীর করার প্রত্যাশায় রয়েছি।'

এর কিছুক্ষণ পর অপর এক টুইট বার্তায় নেতানিয়াহুকে লক্ষ্য করে মোদি লিখেন, 'ইসরাইল রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসেবে আপনার সফল দায়িত্ব পালন শেষ করায়, আপনার নেতৃত্ব ও ভারত-ইসরাইলের কৌশলগত অংশীদারিত্বের বিষয়ে ব্যক্তিগত গুরুত্বের জন্য আমার গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।'

এর আগে রোববার ইসরাইলি আইন পরিষদ নেসেটের বিশেষ অধিবেশনে বেনিয়ামিন নেতানিয়াহুর পরিবর্তে মধ্যপন্থী ইয়ায়ির লাপিদ ও রক্ষণশীল নাফতালি বেনেতের জোট সরকারের পক্ষে ভোট দেন সদস্যরা। এর মধ্য দিয়ে দেশটির ক্ষমতায় দীর্ঘতম সময় থাকা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাসনের অবসান ঘটে। সূত্র : হারেৎজ



 

Show all comments
  • মোঃ+দুলাল+মিয়া ১৪ জুন, ২০২১, ৯:০০ পিএম says : 0
    সবার আগে এই বদমাইশ দেখেন সওগতম জানাইলেন।
    Total Reply(0) Reply
  • Nayeemul ১৫ জুন, ২০২১, ৮:৩৫ এএম says : 0
    Kukurer lej Kokhono shoja hoina.banor joto burai hok gase Utah vulena.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ