মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : গ্রিসের লেসবোস দ্বীপে মোরিয়া শরণার্থী শিবিরে আগুন লাগার ঘটনায় হাজারেরও বেশি আশ্রয়প্রার্থীকে রাখার জন্য একটি জাহাজ পাঠিয়েছে গ্রিসের সরকার। আগুনে ওই শিবিরের বিশাল অংশ ধ্বংস হয়ে গেছে। বিবিসি বলছে, ৫ হাজারেরও বেশি শরণার্থী ও আশ্রয়প্রার্থীকে আশ্রয় দেওয়া মোরিয়া শিবিরে আগুন লাগায় অধিকাংশ বাসিন্দা খোলা আকাশের নিচে থাকতে বাধ্য হচ্ছেন। শিবিরটিতে ধারণক্ষমতার অতিরিক্ত মানুষ বসবাস করতে বাধ্য হচ্ছেন। গ্রিসের নৌপরিবহন মন্ত্রী তোদোরিস দ্রিতসাস বলেন, জাহাজে পরিবারগুলোকেই থাকার জন্য অগ্রাধিকার দেওয়া হবে। তিনি আরো বলেন, প্রয়োজন হলে আরো একটি জাহাজ পাঠানো হবে। আগুন লাগার ঘটনায় সম্পৃক্ততার সন্দেহে নয়জন আশ্রয়প্রার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। ধারণক্ষমতার অতিরিক্ত শরণার্থী থাকায় মোরিয়া শিবিরে বসবাসকারীদের মধ্যেও অসন্তোষ বিরাজ করছে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।