Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে ১০ জনের মৃত্যু, নিখোঁজ ৩

প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যা ও ভূমিধসে ১০ জনের প্রাণহানি হয়েছে। জাভা দ্বীপে এই প্রাকৃতিক দুর্যোগে ৩ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের সন্ধানে তল্লাশী চলছে। জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরোউ নুগরোহো এক বিবৃতিতে বলেন, গতকাল বুধবার ভোরে জাভার পশ্চিমাঞ্চলের গরুটে প্রবল বর্ষণের ফলে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। বন্যার পানি দ্রুত প্রায় ২ মিটার পর্যন্ত বৃদ্ধি পায়। তিনি বলেন, গরুটের স্থানীয় দুর্যোগ সংস্থার কাছ থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে প্রবল বর্ষণের কারণে একটি নদীর দুকূল উপচিয়ে বিস্তীর্ণ এলাকায় বন্যায় সৃষ্টি হয়েছে। এতে ৮ জন মারা গেছেন ও একজন এখনো নিখোঁজ রয়েছেন। জেলায় আরো ৩০ জন আহত হয়েছে। এদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। তিনি বলেন, বন্যার কারণে কয়েকশ’ লোককে তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে হয়েছে। দুর্যোগের কারণে বাড়িঘর ছেড়ে আসা দুর্গত মানুষের জন্য জরুরি আশ্রয় শিবির ও অস্থায়ীভাবে রান্নার ব্যবস্থা করা হয়েছে। জাভার অন্য একটি স্থান সুমেডাং-এ ভারী বর্ষণের কারণে ভূমিধসে সৃষ্টি হয়েছে। এতে দুই জনের প্রাণহানি হয়েছে। এই ঘটনায় আরো দুই জন মাটিতে চাপা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। সুতোপো বলেন, তাদের সন্ধানে তল্লাশী চলছে। রয়টার্স, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে ১০ জনের মৃত্যু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ