Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রীর ভূমিকায় রোজ বার্ন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২১, ১২:০৩ এএম

আসন্ন ‘দে আর আস’ চলচ্চিত্রে নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের ভূমিকায় অভিনয় করবেন রোজ বার্ন। নিজের চিত্রনাট্যে চলচ্চিত্রটি পরিচালনা করবেন অ্যান্ড্রু নিকল। ২০১৯ সালে নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চে মুসলমানদের ওপর গুলিবর্ষণের পরের ঘটনাবলী নিয়ে চলচ্চিত্রটি নির্মিত হবে। ফিল্মনেশন এন্টারটেইনমেন্ট চলচ্চিত্রটি প্রযোজনা করছে। ঘটনায় প্রধানমন্ত্রীর সেই সময়ের পদক্ষেপ নিয়ে চলচ্চিত্রটিকে অনুপ্রেরণাদায়ক বলে উল্লেখ করা হয়েছে। এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে দেশটিতে সাধারণ মানুষের অ্যাসল্ট রাইফেল বহনের ওপর নিষেধাজ্ঞা নিয়ে আন্দোলনের সূচনা হয়। ২০১৯ সালের ১৫ মার্চ জুমার নামাজের জামাতে এ মুসলিমবিদ্বেষীর গুলিবর্ষণে ৫১ জন নিহত এবং ৪০ জন আহত হয়। প্রধানমন্ত্রীর এক বক্তৃতায় তিনি ভুক্তভোগীদের ‘তারা তো আমরাই’ উদ্ধৃতি থেকে ফিল্মের নামকরণ করা হয়েছে। নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের সেই সময়ের ভূমিকা ও পদক্ষেপ সারা বিশ্বে ব্যাপকভাবে প্রশংসিত হয়। ‘দে আর আস’ প্রযোজনা করছেন আইমান জমাল, স্টুয়ার্ট টিল, নিকল এবং ফিলিপা ক্যাম্বেল। নিউ জিল্যান্ডে শুটিং শুরু হবে অচিরেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ