Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত রোগীদের অবাধে চলাফেরা

পুঠিয়া (রাজশাহী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২১, ১১:১৯ এএম

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত রোগীদের অবাধে চলাফেরার অভিযোগ উঠেছে। গত এক সপ্তাহ থেকে এ অবস্থা চলছে। স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আশা রোগী ও তাদের স্বজনদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছে। পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে, করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ২৪৫ জন এছাড়াও বিভিন্ন জায়গায় মৃত্যু হয়েছে ০৩ জনের। গত এক সপ্তাহে প্রতিদিন গড়ে পুঠিয়া উপজেলায় করোনায় আক্রন্ত হচ্ছেন ৬ থেকে ৭ জন। গত শনিবার (১২ জুন) ১২জন করোনা রোগি সনাক্ত হয়েছে। গত সপ্তাহে নমুনা পরীক্ষার বিবেচনায় করোনায় আক্রন্ত হয়েছে শতকরা ৩০ থেকে ৩৫ শতাংশ। রবিবার (১৩ জুন) পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখাযায়, কোন ধরনের স্বাস্থ্যবিধি না মেনে সাধারণ মানুষের সাথে করোনার নমুনা নিয়ে অবাধে চলাচল করেছে অনেকেই। এতে করে করোনায় আক্রান্তের শঙ্কা দেখা দিয়েছে। করোনায় আক্রান্ত রোগিরা প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকলের সাথে টিকিট কাউন্টারে টিকিট সংগ্রহ করছে। পরে তারা লাইনে দাড়িয়ে চিকিৎসকের কাছে গিয়ে তাদের করোনার উপসর্গের কথা জানালে চিকিৎসক তাদের করোনার পরীক্ষা করার জন্য লিখে দেন। তবে করোনার নমুনা সংগ্রহ করার জন্য অলাদা বুথ রয়েছে সেখানে করোনার নমুনা দিয়ে তারা আলাদা থাকলেও পরীক্ষার ফলাফল নিতে তাদের আবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে ল্যাবে সকল সাধারণ রোগীদের সাথে পরীক্ষার ফলাফল নিতে যাচ্ছেন। ফলাফলে করোনায় পজেটিভ হলে তারা ব্যবস্থাপত্র ও ওষুধ একই প্রক্রিয়ায় সাধরাণ রোগীদের সাথে সম্পন্ন করতে হয়। এসময় স্বাস্থ্য বিধি না মেনেই করোনা রোগীরা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন জাগায় ঘুরা ফিরা করছেন নির্দ্বধায়। এতে করে করোনা রোগীদের সংস্পর্শে আশা সাধারণ মানুষেরা করোনায় আক্রান্ত হওয়ার সম্ভবানা দেখা দিয়েছে বলে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আশা একাধিক রোগিদের অভিযোগ রয়েছে। এছাড়াও মাক্স পড়া সামাজিক দুরত্ব বজায় রাখারতো বালাই নেই এখানে। বিষয়টি কর্তৃপক্ষের ব্যবস্থা না নিলে পুঠিয়া উপজেলাবাসীকে এর মাশুল গুনতে হবে বলে সচেতন মহলের অভিমত। এ বিষয়ে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আব্দুল মতিন বলেন, বিষয়টি নিয়ে আমরা চিন্তভাবনা করছি। কি ভাবে এর একটি সঠিক সমাধান আনা যায় এ নিয়ে আমরা কাজ শুরু করেছি। তবে তিনি বিভিন্ন সিমাবদ্ধাতার কথাও জানান তিনি। এছাড়াও এ চিকিৎসক জানান, সকলেই সচেতন হলে বৈশিক এই মহামারি থেকে আমরা সবাই রক্ষা পাব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ