Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

জনসনকে ৫ লাখ টাকার সাইকেল ও হেলমেট উপহার বাইডেনের

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২১, ৯:৩৩ এএম | আপডেট : ১০:৩০ এএম, ১৩ জুন, ২০২১

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনকে পাঁচ লাখ টাকার বিশেষায়িত একটি ট্যুরিং বাইসাইকেল ও একটি হেলমেট উপহার দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। পারস্পরিক বিনিময়-সংস্কৃতি মেনে জনসনও বাইডেনকে একটি বাঁধাই করা ছবি উপহার দেন, যেটিতে উনিশ শতকের সমাজ সংস্কারক, বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা ফ্রেডেরিক ডগলাসের ছবি আঁকা আছে।
উপহার হিসেবে এই ছবিটি বাছাই করার মাধ্যমে সম্প্রতি যুক্তরাষ্ট্রে হয়ে যাওয়া 'ব্ল্যাক লাইভস ম্যাটার' আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করল ব্রিটেন।
গত বৃহস্পতিবার ইংল্যান্ডের কর্নওয়ালে জি-৭ সম্মেলন শুরু হওয়ার আগের দিন জনসন ও বাইডেন ঘণ্টাখানেক বৈঠক করেছেন। ওই বৈঠকে দু'জন এই উপহার বিনিময় করেন। আমেরিকা প্রশাসনের দায়িত্ব নেওয়ার পর এটাই বাইডেনের প্রথম আন্তর্জাতিক সফর। সূত্র : খবর নিউজউইক



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বরিস জনসন-বাইডেন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ