মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর ইউরোপীয় প্রধান সতর্ক করে বলেছেন, ভারতে প্রথমবারের মতো শনাক্ত হওয়া করোনাভাইরাসের ভারতীয় (ডেল্টা) ভ্যারিয়েন্ট জেঁকে বসতে শুরু করেছে। এমন সময় তিনি এই সতর্কতার কথা জানালেন যখন অনেক ইউরোপীয় দেশ নিষেধাজ্ঞা শিথিল, সামাজিক সমাবেশ ও আন্তঃদেশীয় ভ্রমণের অনুমতি দিতে যাচ্ছে। মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি) এ খবর জানিয়েছে। করোনা মহামারিতে সংক্রমণ ও মৃত্যুর হার কমার ফলে সরকার ও মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। কিন্তু কয়েকদিন পর আবার নতুন রূপে মাথাচাড়া দিয়েছে এই ভাইরাস। তাই ইউরোপে বর্তমানে করোনা পরিস্থিতির উন্নতির পরও নতুন সংক্রমণের আশঙ্কা উড়িয়ে দেওয়া দিচ্ছেন না স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিশেষ করে করোনা টিকা দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট সাফল্য পাওয়া যুক্তরাজ্যে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট দ্রুত গতিতে ছড়িয়ে পড়ায় ইউরোপেও দুশ্চিন্তা বাড়ছে। ডব্লিউএইচও জানিয়েছে, ২০২০ সালের অক্টোবর মাসে ভারতে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাসের এই ভ্যারিয়েন্টটি। এরপর পর্যায়ক্রমে যুক্তরাজ্য, ব্রাজিল, আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র ও কলম্বিয়াসহ বিশ্বের অর্ধশতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে এটি। বেলজিয়াম, সুইজারল্যান্ড, গ্রিস এবং ইতালিসহ ইউরোপের বহু দেশে ছড়িয়ে পড়েছে ভ্যারিয়েন্টটি। বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে ডব্লিউএইচও’র ইউরোপীয় প্রধান ড. হান্স ক্লুগ জানান, করোনার কয়েকটি ভ্যাকসিনকে ফাঁকি দেওয়ার সক্ষমতার ইঙ্গিত দিয়েছে ডেল্টা ভ্যারিয়েন্ট। ৬০ বছরের বেশি বয়স্করাসহ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী ভ্যারিয়েন্টটির বিরুদ্ধে অরক্ষিত। জার্মানিতেও ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে দেশটির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। ব্রিটেন ও ভারত ভ্রমণে জার্মান সরকারের বিধি-নিষেধের প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করেন তিনি। নিউ ইয়র্ক টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।