Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ

তিন দিনের মাঝারি ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জুন, ২০২১, ৬:৩৫ পিএম | আপডেট : ৬:৪৩ পিএম, ১২ জুন, ২০২১

কলাপাড়া-কুয়াকাটাসহ উপকূলজুড়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব ব্যাপকভাবে প্রভাব বিস্তার লাভ করেছে। উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে কলাপাড়ার পায়রা বন্দও সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে।

বুধবার থেকে উপকূলীয় এলাকায় থেমে থেমে মাঝারী বৃষ্টিপাত হচ্ছে।শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ৪২.১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। অনেক নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

এদিকে পায়রা সমুদ্র বন্দর এলাকায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকায় নদী বন্দরকে ১ নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পটুয়াখালী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ