Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাপের খেলার আড়ালে ইয়াবা ব্যবসা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১২ জুন, ২০২১, ৩:১৭ পিএম

সাপুড়ের বেশে ইয়াবা পাচারকালে ২৬ হাজার ৫৬০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব। বান্দরবান পার্বত্য জেলার লামা থানা এলাকায় শুক্রবার এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মোঃ মাসুক মিয়া (৫৮) ও মোঃ আবুল হোসেন (৩৫)। তাদের সাথে থাকা কালো রংয়ের প্লাষ্টিকের বালতির ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত ২৬,৫৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
র‌্যাব জানায় তারা উভয়ে সাপুড়ে বেদে। তারা দেশের বিভিন্ন অঞ্চল ঘুরে মানুষকে সাপের খেলা দেখিয়ে থাকে। উক্ত কাজে তারা পরষ্পর যোগসাজসে তাদের পোষা সাপসহ সাপুড়ে সেজে প্রায়ই কক্সবাজার জেলার টেকনাফ যায়। সেখান থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে সাপের খেলা দেখানোর আড়ালে দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবত ইয়াবা ট্যাবলেট পাইকারী ব্যবসায়ীদের নিকট বিক্রি করে আসছে।
মোঃ মাসুক মিয়ার বিরুদ্ধে ঢাকা জেলার সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ টি মামলা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবা

১১ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ