বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টেকনাফ উপজেলার খারাংখালীস্থ নাফ নদীর তীর থেকে ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে৷ এদের মধ্যে ২ জন শিশু ও ১ জন মহিলা রয়েছে। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
শনিবার (১২ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে টেকনাফ থানার একদল পুলিশ লাশগুলো উদ্ধার করে৷
এর সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান বলেন, টেকনাফের খারাংখালীস্থ নাফ নদীর তীরে তিনটি মৃতদেহ পড়ে রয়েছে বলে স্থানীয়রা সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করে।
ওসি আরো জানান, উদ্ধারকৃত লাশের পরিচয় পাওয়া গেছে। তারা সবাই উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তিনি জানান, লাশগুলো কক্সবাজার সদর হাসপাতালের প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।