বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শুক্রবার (১১ জুন) বিকেল ৪ টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে শিল্পকলা একাডেমীর পার্শ্ববর্তী খালে মাছ অবমুক্ত করার মাধ্যমে জৈবিক উপায়ে মশক নিধনে মাছ অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
এ সময় তিনি বলেন, মশক নিধনে লার্ভিসাইড ও এডাল্টিসাইড প্রয়োগ, পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জৈবিক উপায়ে মশক নিধনে আমরা কাজ করছি। ইতোপূর্বে ১০ হাজার ব্যাঙ নগরীর বিভিন্ন খালে-ড্রেনে-জলাশয়ে অবমুক্ত করা হয়েছে। আজ প্রাথমিকভাবে ৫০ হাজার মাছ অবমুক্ত করা হচ্ছে। পরবর্তীতে আরো মশক নিধনকারী মাছ অবমুক্ত করা হবে।
তিনি আরো জানান, মশক নিধনে উন্মুক্ত জলাশয়ে হাঁস পালন এবং বৃক্ষ রোপণেরও পরিকল্পনা রয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের।
উল্লেখ্য, মশক নিধনে তেলাপিয়া ও খলিশা মাছ নগরীর বিভিন্ন খাল, ড্রেন ও জলাশয়ে অবমুক্ত করা হবে। এ সময় ০৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শরিফুল ইসলাম, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর সেলিনা আক্তার, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।