বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কক্সবাজার শহরে বেপরোয়া হয়ে উঠিছে ছিনতাইকারীরা। আজ সকালেও টেকপাড়ার প্রধান সড়কে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক স্কুল শিক্ষিকা। ছিনতাইকারীরা তার মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে সাথে থাকা ব্যাগ, মোবাইল ও মূল্যবান কাগজপত্র ছিনিয়ে নিয়ে গেছে।
শুক্রবার (১১ জুন) সকাল সোয়া সাতটার সময় এই ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার আফরোজা খানম লিনা খুরুশকুলের আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা।
তিনি জানান, শুক্রবার সকালে তার মেয়েকে শহরের কালুর দোকানে কোচিংয়ে দিয়ে বাসায় ফিরছিলেন।
ফাঁকা রাস্তায় যানবাহন না পেয়ে তিনি হেঁটে আসছিলেন।
সকাল সোয়া সাতটার সময় ফয়েজ মার্কেটের কাছাকাছি এলে ১৭/১৮ বছর বয়সী নীল চেক শার্ট পরা এক তরুণ তার গতিরোধ করে। ব্যাগ ছিনিয়ে নিতে চাইলে তিনি বাধা দেয়। এসময় পেছন থেকে আরেক ছিনতাইকারী এগিয়ে এসে ভারী বস্তু দিয়ে শিক্ষিকার মাথায় সজোরে আঘাত করলে তিনি তাৎক্ষণিক জ্ঞান হারিয়ে মাটিয়ে পড়ে যান। এরপর তার ব্যাগটি ছিনিয়ে নেয় তারা।
তার হাতব্যাগে নগদ টাকা, জাতীয় পরিচয় পত্রসহ মূল্যবান কাগজপত্র ছিলো।
শিক্ষিকা আফরোজা জানান, মোটরসাইকেলে চড়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। সংখ্যায় তারা তিনজন ছিলো বলে তিনি ধারণা করেছেন।
এদিকে, শহরের প্রধান সড়কে সকালে প্রকাশ্যে এই ছিনতাইয়ের ঘটনায় শহরের নাগরিকদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সাম্প্রতিক সময়ে ছিনতাইকারীরা শহরে বেপরোয়া হয়ে উঠেছে বলে জানিয়েছে অনেক ভুক্তভোগী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।