Inqilab Logo

শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

রফতানি আয় বেড়েছে

প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার ঃ চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) রফতানি আয় বেড়েছে ১৪৭ কোটি মার্কিন ডলার। এ সময়ে রফতানি আয় হয়েছে ১ হাজার ৯২৬ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার। রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) থেকে গতকাল এ হালনাগাদ পরিসংখ্যান প্রকাশিত হয়েছে।
গত অর্থবছরের একই সময়ে এ আয়ের পরিমাণ ছিল ১ হাজার ৭৭৯ কোটি ৯৩ লাখ ডলার। অর্থাৎ গত অর্থবছরের একই সময়ের চেয়ে আয় বেড়েছে ৮ দশমিক ২৬ শতাংশ। আর চলতি বছরের গত জানুয়ারিতে মোট রফতানি আয় হয়েছে ৩১৮ কোটি মার্কিন ডলার, যা গত বছরের জানুয়ারি থেকে ১০ দশমিক ৪ শতাংশ বেশি। এই সাত মাসে সর্বোচ্চ রফতানি আয় হয়েছে তৈরি পোশাক খাত থেকে। এর মধ্যে নিট ও ওভেন মিলিয়ে এক হাজার ৫৭৬ কোটি মার্কিন ডলার রফতানি আয় হয়েছে। গত বছরের এই সময়ের তুলনায় এই আয় ৯ শতাংশ বেশি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রফতানি আয় বেড়েছে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ