Inqilab Logo

শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

নতুন মোড়কে পুরনো মোহামেডান

প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্ম ১৯৫০ সালে। ক্লাবটি স্বাধীনতার পর প্রথম বিভাগ ফুটবলে ১১ বার চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া প্রিমিয়ার ফুটবলে হ্যাট্রিক চ্যাম্পিয়নও হয়েছে। ২০০৭ সালে দেশে প্রথমবারের মতো বি-লীগে অংশ নিয়ে ভালো পারফরমেন্স দেখিয়েছিল। ২০০৮ সালে ফেডারেশন কাপে সেমিফাইনাল খেলার যোগ্যতাও অর্জন করেছিল। প্রিমিয়ার ও বি-লীগে এ সাফল্যের কথাগুলো বলছিলেন ঐ সময়কার কোচ নজরুল ইসলাম লেদু। বর্তমানে তিনি চট্টগ্রাম আবাহনীর টেকনিক্যাল অ্যাডভাইজার ফুটবলের দায়িত্ব পালন করছেন। ২০১১ সালে বি-লীগে রেলিগেটেড হলে সমর্থকরা হতাশ হয়ে যায়। কিন্তু এবার আবারো বি-লীগে খেলার আগ্রহ প্রকাশ করে চট্টগ্রাম মোহামেডান। তাই আগামী ১০ অক্টোবর (সম্ভাব্য) থেকে শুরু হওয়া বি-লীগের দ্বিতীয় স্তর অর্থাৎ বাংলাদেশ চ্যাম্পিয়নশীপে খেলে ঢাকার ফুটবলে প্রত্যাবর্তন করছে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব। সেখানে চ্যাম্পিয়ন হলে বি-লীগে খেলার যোগ্যতা অর্জন করবে। এ ব্যাপারে চট্টগ্রাম মোহামেডান ক্লাবের সহ সাধারণ সম্পাদক মো. ইউসুফ বলেন, ‘ক্লাবের সিদ্ধান্ত অনুযায়ী দল দ্বিতীয় স্তরে খেলবে। বেশকিছু খেলোয়াড়দের সাথে প্রাথমিক কথাবার্তা হয়েছে। প্রায় এক কোটি টাকা বাজেটে সাদা-কালো জার্সিধারী দলের কোচ থাকছে জাতীয় দলের সাবেক তারকা খেলোয়াড় আলফাজ আহমেদ। আগামী ২৫ সেপ্টেম্বর ঢাকায় খেলোয়াড়দের উন্মুক্ত বাছাই হবে। তবে চাহিদা অনুযায়ী বাছাই একদিন বাড়তেও পারে।’ ২০০৭ সালে সারাদেশে প্রথমবারের মতো বি-লীগে অংশ নিয়ে পঞ্চম স্থান, ২০০৮ সালে আরো ভালো পারফরমেন্স দেখিয়ে চতুর্থ স্থান এবং ২০০৯ সালে আবারো পঞ্চম স্থানে আসে চট্টগ্রাম মোহামেডান। ২০১০ সালে কোনমতে বি-লীগে টিকে থাকলেও এ দলটি সেবার কোটি টাকার সুপার কাপে সেমিফাইনাল পর্যন্ত উঠতে পেরেছিলো দলটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নতুন মোড়কে পুরনো মোহামেডান

২১ সেপ্টেম্বর, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ