Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিরেছেন রোনালদো-বেল, রেকর্ড ডাকছে জিদানকে ন্যু-ক্যাম্পে রক্ষণ আর আক্রমণের লড়াই

প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : অ্যাটলেটিকো মাদ্রিদের এই দলের দুইজন সদস্যের কেবল অভিজ্ঞতা আছে ন্যু-ক্যাম্প থেকে জয় ছিনিয়ে আনারÑ গাবি এবং ফার্নান্ডো তোরেসের। সেটাও হয়তো ভুলতে বসেছেন তারা। এক দশক তো আর কম সময় নয়। বরাবরই তাদের আত্মবিশ্বাসের কমতি থাকে না। তবে স্বাগতিক বার্সেলোনার শক্তি সম্পর্কেও যে তারা অবগত নয় তা না। লিগ ম্যাচে আজ আবার একই পরীক্ষায় নামছে ২০১৩/১৪ মৌসুমের লা লিগা চ্যাম্পিয়নরা।
বর্তমান সময়টা খারাপ যাচ্ছে না কারোরই। দু’দলই ফর্মের তুঙ্গে আছে বলা যায়। টানা দুই ম্যাচ ড্র’য়ের মধ্য দিয়ে লিগ শুরু করলেও পরের দুই ম্যাচে অ্যাটলেটিকো ঘুরে দাঁড়ায় দুর্দান্তভাবে। সেল্টা ভিগোকে ৪-০ গোলে হারিয়ে এসে ঘরের মাঠে স্পোর্টিংকেও উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে। এক সপ্তাহের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে পিএসভি ইন্দোভেনকেও হারিয়েছে ডিয়েগো সিমিওনের দল। এর চাইতেও বড় হিসাব হলো লিগে এখন পর্যন্ত সবচেয়ে কম গোল খেয়েছে তারা, মাত্র একটি। দুর্দান্ত ফর্মে আছেন তোরেস-গ্রিজম্যানরাও।
মেসি-সুয়ারেজ-নেইমারে গড়া বিশ্বের সেরা আক্রমণভাগও বা কম কিসে। এখন পর্যন্ত এই ত্রয়ী করেছেন লিগ সর্বোচ্চ ১৩টি গোল। নবাগত আলাভেজের কাছে ঘরের মাঠে হোঁচট খাওয়ার পর দুই ম্যাচে কাতালানরা করেছে মোট ১১ গোল, খেয়েছে মাত্র ১টি। চ্যাম্পিয়ন্স লিগে সেল্টিককে ৭-০ গোলে উড়িয়ে দেয়ার পর লেগানেসকে ৫-১ গোলে হারায় কাতালান দলটি। মৌসুমে ঘরের মাঠে কাতালানদের পারফর্মেন্সের হিসাব করলে দাঁড়ায় ৪ ম্যাচে ১৭ গোল। লড়াইটা তাই অ্যাটলেটিকোর রক্ষণ বনাম বার্সার আক্রমণভাগের বললেও ভুল হবে না।
এদিকে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে ভিনসেন্তে ক্যালডেরনে ২-০ গোলের সেই হারের পর এই প্রথম সেদিনের ঘাতককে কাছে পাচ্ছে বার্সা। প্রতিশোধের তীব্র স্পৃহা তো থাকারই কথা লুইস এনরিকের শিষ্যদের। এনরিকে নিজেও ঠিক এমন বার্তাই দিয়েছেন, ‘আমাদের বেশি ভুল করলে চলবে না। অ্যাটলেটিকো মাদ্রিদও একাধিক শিরোপার দাবিদার। তাদের হারাতে হলে গোলের সুযোগ তৈরি করতে হবে।’ প্রতিপক্ষকে সমীহ করে এনরিকে বলেন, ‘তারা অসাধারণ ফুটবল খেলে এবং দলীয়ভাবেও তারা দুর্দান্ত। সেরা ৫ ফরোয়ার্ডের মধ্যে গ্রিজম্যানও একজন।’ অ্যাটলেটিকোর কাউন্টার অ্যাটাক নিয়েও সতর্কতার বাণী শোনান বার্সা গুরু।
প্রতিপক্ষকে নিয়ে সতর্ক অ্যাটলেটিকো কোচ সিমিওনেও, ‘বার্সেলোনা অসাধারণ ফুটবল খেলে এবং ম্যাচের ফল নির্ধারক একাধিক খেলোয়াড় আছে তাদের। আমি এখনও মনে করি বার্সেলোনা বিশ্বের সেরা দল।’ অ্যাটলেটিকোর সাথে সিমিওনের সম্পর্কটা হয়তো বর্তমানে ভালো নাও যেতে পারে, কিন্তু নিজের দায়িত্ব সম্পর্কে ঠিকই সচেতন আর্জেন্টাইন কোচ। গতকাল ক্লাবটির সাথে ২০২০ সালের চুক্তিকে ২০১৮ সাল পর্যন্ত নামিয়ে এনেছেন সিমিওনে। সতর্ক অ্যাটলেটিকো ডিফেন্ডার ডিয়েগো গদিনও, ‘বার্সার মান সম্পর্কে আমরা ভালোই জানি। ক’দিন ধরে তারা এটা প্রমাণ করে আসছে।’
একই দিনে লা লিগা ম্যাচে মাঠে নামছে রিয়াল মাদ্রিদও। সান্তিয়াগো বার্নাব্যুতে জিনেদিন জিদানদের প্রতিপক্ষ ভিয়ারিয়াল। বার্সার হয়ে পেপ গার্দিওলার ২০১০/১১ মৌসুমে গড়া টানা ম্যাচ জয়ের রেকর্ড নিজেদের করে নিতে আজ পূর্ণ শক্তির দলই পাচ্ছেন জিদান। ভিয়ারিয়াল ম্যাচকে সামনে রেখে ক্রিশ্চিয়ানো রোনালদো ও গ্যারেথ বেল দু’জনেই ফিরেছেন অনুশীলনে। এস্পানিওলের বিপক্ষে গত ম্যাচে গলার ব্যথার কারণে ছিলেন না রোনালদো, নিতম্বে আঘাতজনিত কারণে বেল। তবে রদ্রিগুয়েজ-বেনজেমার নৈপুণ্যে ২-০ গোলের জয় নিয়ে ফেরে তারা।
চতুর্থ রাউন্ড শেষে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। ৯ পয়েন্ট নিয়ে পরের স্থানে বার্সা। এক পয়েন্ট কম নিয়ে চার নম্বরে অ্যাটলেটিকো।

আজ মুখোমুখি
বার্সেলোনা-অ্যাট. মাদ্রিদ
সেল্টা ভিগো-স্পোর্টিং গিজন
রিয়াল সোসিয়াদাদ-লাস পালমাস
রিয়াল মাদ্রিদ-ভিয়ারিয়াল
গ্রানাদা-অ্যাথ.বিলবাও



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ