নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : লিগে নিজেদের ম্যাচে হার, সেটির ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই ফুটবলারদের পড়তে হলো ডাকাতদের বন্দুকের সামনে! পাক্কা দুই ঘণ্টা ধরে চলা ডাকাতিতে ফুটবলাররা খুইয়েছেন জার্সি, বুট, বলসহ সবকিছুই! দুর্ভাগা খেলোয়াড়েরা ভেনেজুয়েলার ক্লাব ত্রুজিলানোসের। গত সোমবার লিগে মোনাগাসের বিপক্ষে ম্যাচ ছিল ত্রুজিলো রাজ্যের ক্লাবটির। প্রতিপক্ষের মাঠে ম্যাচটি ২-১ গোলে হেরেও যায় ত্রুজিলানোস। ম্যাচ শেষ করে বাসে করে বাড়ির পথে রওনা দেয় দলটি। কিন্তু বিশ্বরোডের মধ্যেই ছয় বন্দুকধারী বাস থামিয়ে তাতে উঠে পড়েন। ভারী অস্ত্রশস্ত্রও ছিল তাঁদের কাছে। বাসটিকে বিশ্বরোড ছেড়ে অনেক দূর নিয়ে গিয়ে পরে খেলোয়াড়দের কাছে যা ছিল সব কেড়ে নিয়ে কেটে পড়েন। খেলোয়াড়েরা বাধা দিলে নাকি গ্রেনেড দিয়ে সব উড়িয়ে দেওয়ারও হুমকি দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।