Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরামবাগে হোঁচট চট্টগ্রাম আবাহনীর

প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : একাধিক সুযোগ হারিয়ে জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে শেষ পর্যন্ত আরামবাগ ক্রীড়া সংঘের সঙ্গে গোলশূন্য ড্র করে মাঠ ছাড়ে চট্টগ্রাম আবাহনী। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে তিনটি সুযোগ পেয়েছিল ইউসেফ পাভলিকের দল। ৩৭তম মিনিটে মামুনুল ইসলামের বাঁকানো কর্নার কিক ফিস্ট করে ফেরান গোলরক্ষক মিতুল হাসান। চার মিনিট পর ডান দিক থেকে সোহেল রানার ক্রসে লিওনেল সেইন্ট প্রিয়াক্সের হেড অল্পের জন্য ক্রসবার উঁচিয়ে বেরিয়ে যায়। চট্টগ্রাম আবাহনী সেরা সুযোগটা নষ্ট করে বিরতির ঠিক আগে। সোহেল রানার ক্রসে জাহিদ হোসেন হেড নেওয়ার পর আলতো টোকা দিয়েছিলেন ইব্রাহিম, বল জালেও ঢুকছিল; কিন্তু শেষ মূহূর্তে গোললাইন থেকে ব্যাকভলি করে আরামবাগের ত্রাতা ডিফেন্ডার ইসা ইউসুফ।
রক্ষণ অটুট রেখে প্রতিআক্রমণে যাওয়া আরামবাগ নিজেদের সেরা সুযোগটি পায় ৫৭তম মিনিটে। কিন্তু সাজিদুর রহমানের বাড়ানো বল ধরে মাঝমাঠের একটু ওপর থেকে ডান দিক ধরে দ্রæত আক্রমণে যাওয়া কেস্টার আকনের শট দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।
গোলের জন্য মরিয়া চট্টগ্রাম আবাহনীর আরেকটি সুযোগ নষ্ট হয় ৭৪তম মিনিটে। এবার ক্রসবারের ওপর দিয়ে শট নেন প্রিয়াক্স। ৮৪তম মিনিটে রুবেল মিয়ার বাঁ দিক থেকে ঝুলিয়ে নেওয়া শট শেষ মূহূর্তে লাফিয়ে উঠে ফেরান মিতুল। সাত ম্যাচে ১২ পয়েন্ট চট্টগ্রাম আবাহনীর; সমান ম্যাচে ৭ পয়েন্ট আরামবাগের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আরামবাগে হোঁচট চট্টগ্রাম আবাহনীর
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ