Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা মোকাবিলায় ব্যতিক্রমী উদ্যোগ আমির খানের

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ জুন, ২০২১, ১২:২৩ পিএম

ভারতে করোনাকালে মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন বলি থেকে টলিপাড়ার অনেকেই। অক্সিজেন থেকে শুরু করে হাসপাতালের বেডের ব্যবস্থা করতে যথাসাধ্য চেষ্টা করেছেন তারা। এবার সেই তালিকায় নাম লেখালেন 'মিঃ পারফেসনিস্ট' আমির খান। করোনা পরিস্থিতিতে অসহায় গরীব মানুষদের পাশে দাঁড়াতে দাবা খেলার মঞ্চে নামছেন তিনি।

গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দের সঙ্গে 'চেকমেট কোভিড' উদ্যোগে খেলতে দেখা যাবে তাকে। জানা গিয়েছে, অক্ষয় ফাউন্ডেশনের পক্ষ থেকে ১৩ই জুন বিকেল পাঁচটা থেকে এই ম্যাচের আয়োজন করা হয়েছে। ভার্চুয়ালি দেখা যাবে এই ম্যাচ। এই খেলাটি চলবে রাত ৮টা পর্যন্ত। নীচে দেওয়া থাকবে একটি লিঙ্ক যার মাধ্যমে অর্থ সাহায্য করা যাবে। যা তুলে দেওয়া হবে করোনাকালে যারা কাজ হারিয়ে নিঃস্ব হয়ে গেছে তাদের হাতে। চেসকম ইন্ডিয়ার ইউটিউব চ্যানেলে দেখা যাবে দুই তারকার এই বিশেষ অনুষ্ঠান।

শুধু আমির খানই নন, এই ম্যাচে দেখা যাবে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা, অভিনেতা রীতেশ দেশমুখকেও।

অন্যদিকে, অভিনেতা হৃতিক রোশন 'চেকমেট কোভিড'-এর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। ১৩ জুন লাইভ অনুষ্ঠানটি দেখার অনুরোধ জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০১৫ সালে মহারাষ্ট্র দাবা লিগের তৃতীয় এডিশনের উদ্বোধনে একসঙ্গে দাবা খেলায় মেতেছিলেন বিশ্বনাথন আনন্দ ও আমির। এমনিতেও দাবা খেলতে ভালবাসেন আমির খান। সিনেমার শুটিংয়ের ফাঁকে সময় পেলেই কলাকুশলীদের সঙ্গে দাবা খেলেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ