গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
স্টাফ রিপোর্টার : নাশকতার ৯ মামলায় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর জামিন আবেদন নাকচ করেছেন আদালত। গতকাল ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন। এর আগে আসামির আইনজীবীরা জামিন চেয়ে এ আদালতে আবেদন করেন। এর আগে ২৮ জানুয়ারি আত্মসমর্পণ করলে ঢাকার তৎকালীন মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান পল্টন ও মতিঝিল থানার পৃথক আট মামলায় এ ছাড়া সূত্রাপুর থানায় এক মামলার ঢাকা মহানগর হাকিম ইউনূস খান জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে ২০১৫ সালে পল্টন থানায় নাশকতার অভিযোগে সাত মামলা, একই বছর মতিঝিল থানার এক মামলা দয়ের করা হয়। ২০১৩ সালে সূত্রাপুর থানায় একই অভিযোগে অপর একটি মামলা দায়ের করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।