নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
যখন তার দেশ থেকে শেষবার কেউ ফরাসি ওপেনের সেমিফাইনালে উঠেছিলেন তখন জন্মই হয়নি অলেক্সান্ডার জেভেরেভের। দীর্ঘ ২৫ বছর পর ২৪ বছর বয়সী তারকার হাত ধরেই ফের শেষ চারে জার্মানির প্রতিনিধিত্ব পেল ফ্রেঞ্চ ওপেন। গতপরশু দারুণ এক জয়ে অসাধারণ এই কীর্তি গড়েন জেভেরেভ। রোলাঁ গাঁরোয় শেষ ষোলোয় স্পেনের আলেহান্দ্রো দাভিদোভিখ ফোকিনা তেমন কোনো প্রতিদ্বন্তাদ্ইবি গড়তে পারেননি। ক্রমেই ছন্দ হারিয়ে ফেলা বিশ্ব র্যাঙ্কিংয়ের ৪৬ নম্বর খেলোয়াড়কে ৬-৪, ৬-১, ৬-১ গেমে হারান জেভেরেভ। আর তাতেই ১৯৯৬ সালে মিখায়েল স্টিচের পর প্রথম খেলোয়াড় হিসেবে এই গ্র্যান্ড স্ল্যাযা শেষ চারে উঠলেন এবার ষষ্ঠ বাছাই হিসেবে খেলতে আসা জেভেরেভ।
২৪ বছর বয়সী জেভেরেভ ধীরে ধীরে নিজেকে নতুন উচ্চতায় তুলে নিচ্ছেন। গত মাসের শুরুতে ক্লে কোর্টে প্রথমবার রাফায়েল নাদালকে হারিয়ে মাদ্রিদ ওপেনের সেমি-ফাইনালে ওঠেন তিনি। আর এবার দিয়ে নিজের খেলা শেষ পাঁচ গ্র্যান্ড স্ল্যামে তৃতীয়বার সেমিফাইনালে উঠলেন তিনি। ফাইনালে ওঠার লড়াইয়ে গ্রিসের স্তেফানোস সিৎসিপাসের মুখোমুখি হবেন জেভেরেভ। পঞ্চম বাছাই সিৎসিপাসও জিতেছেন সরাসরি সেটে; ৬-৩, ৭-৬ (৭-৩), ৭-৫ গেমে হারিয়েছেন রাশিয়ার দানিল মেদভেদেভকে।
এদিকে মেয়েদের এককে আছে আরো বড় চমক। চতুর্থ রাউন্ডে সেরেনা উইলিয়ামসকে সরাসরি সেটে হারিয়ে দেওয়া এলেনা রিবাকিনার দৌড় থেমে গেছে পরের রাউন্ডেই। কাজাখস্তানের এই খেলোয়াড়কে হারিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের সেমি-ফাইনালে উঠেছেন আনাস্তাসিয়া পাভলিউচেনকোভা। ২৯ বছর বয়সী এই রুশ জিতেছেন ৬-৭, ৬-২, ৯-৭ গেমে। ফাইনালে ওঠার লড়াইয়ে তিনি খেলবেন তামারা জিদানসেকের বিপক্ষে। ২৩ বছর বয়সী এই স্লোভেনিয়ানও এবারই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যামের শেষ চারে উঠলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।