Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিযুক্ত শিক্ষক সাময়িক বরখাস্ত দেবীগঞ্জে ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

পঞ্চগড় জেলা সংবাদদাতা : পঞ্চগড়ের দেবীগঞ্জে ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে দেয় ক্ষুব্ধ শিক্ষার্থীরা। অবস্থা বেগতিক দেখে স্কুলের ম্যানেজিং কমিটি তাৎক্ষণিক মিটিংয়ে তাকে সাময়িক বরখাস্ত করে। খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ পরিস্থিতি সামাল দেয়। মঙ্গলবার দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী উচ্চ বিদ্যালয়ে ঘটনাটি ঘটে।
বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা জানায়, ওই স্কুলের শারিরীক শিক্ষা বিষয়ক শিক্ষক জামিউল হক প্রতিদিন সকাল ৬টা থেকে স্কুলের একটি কক্ষে প্রাইভেট কোচিং করাতেন। গত রোববার স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্রী কোচিং করতে এলে শিক্ষক জামিউল হক তাকে রেখে অন্যদের ছুটি দেয়। পরে তাকে যৌন হয়রানিসহ ধর্ষণ চেষ্টা করে। এক পর্যায়ে ওই ছাত্রী বই-খাতা ফেলে কৌশলে পালিয়ে তার মায়ের কাছে অভিযোগ করে। পরে তার বাবা স্কুলের প্রধান শিক্ষক মো. গোলাম আযম সরকারের কাছে একটি লিখিত অভিযোগ দেন। এদিকে অভিযোগের পর থেকে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এমন একাধিক ঘটনা বেরিয়ে আসে। কিন্তু অভিযোগে দুইদিন পরেও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়ায় মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ শুরু করে স্থানীয়রা। বিক্ষুব্ধ অভিভাবক ও শিক্ষার্থীরা বিদ্যালয়ের সব কক্ষে তালা ঝুলিয়ে দিনভর দেবীগঞ্জ-পঞ্চগড় সড়ক অবরোধ করে রাখে। বিকেলে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তে অবরোধ প্রত্যাহার করা হয়। তবে স্থানীয় একটি প্রভাবশালী মহলের চাপে ওই ছাত্রী স্বপরিবারে আত্মগোপন করেছে বলে জানা গেছে।
স্থানীয় অভিভাবক আজাহার আলী জানান, শিক্ষক জামিউল হক এর আগেও তার এক ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করেন। এখন তার বিরুদ্ধে মেয়ের সমবয়সি শিক্ষার্থীকে যৌন হয়রানিসহ ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। আরেক অভিভাবক মিজানুর রহমান বলেন, আমরা শিক্ষক নামের ওই লম্পটের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এর আগেও সে বাড়ির গৃহপরিচারিকাকে যৌন হয়রানীর দায়ে সালিশের মাধ্যমে ৫৫ হাজার টাকা জরিমানা দিয়েছেন।
এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি গোলাম রহমান সরকার বলেন, তাৎক্ষণিক জরুরি মিটিংয়ের মাধ্যমে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখান্ত করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে যৌনহয়রানির অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ