বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহার বিরুদ্ধে মৎস্য বন্দর আলিপুরে প্রতিবাদ সমাবেশ করেছে ট্রলার মালিক ও মাঝি সমিতি।বুধবার (৯ জুন) দুপুর ১২টার দিক শতাধিক ট্রলার মালিক এবং মাঝিদের উপস্থিতিতে আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সমাবেশে ট্রলার মালিক সাখাওয়াত হোসেন বলেন আজকের ট্রলার মালিক ও মাঝিদের নিয়ে মৎস্য বিষয়ক প্রশিক্ষণ দেওয়ার জন্য অবতরণ কেন্দ্রে আসেন উপজেলা মৎস্য কর্মকর্তা। এ সময় জেলেদের প্রশিক্ষণ বিষয়ক তালিকা সঠিক ভাবে নির্ণয় করার জন্য তাকে বলা হলে অকারণেই তিনি উত্তেজিত হয়ে সমস্ত মাঝিদের অকথ্য ভাষায় গালাগাল দিয়ে প্রশিক্ষণ না দিয়ে অন্যত্র চলে যায়।
ইউসুফ মাঝি বলেন কুয়াকাটা, গঙ্গামতির জেলেদের কাছ থেকে মাছ ধরার নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে ট্রলার প্রতি ১০ হাজার টাকা করে গ্রহণ করে জেলেদের মাছ ধরার অনুমতি দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন এই মৎস্য কর্মকর্তা।ফলশ্রুতিতে নিষেধাজ্ঞা থাকাকালীন সময়ে আলিপুর-কুয়াকাটা মৎস্য বন্দরে দেখা গেছে অবাধে চলছে মাছ ক্রয় বিক্রয় কার্যক্রম।
লতাচাপলী ইউপি চেয়ারম্যান ও আলীপুর-কুয়াকাটা মৎস্য সমবায় সমিতির সভাপতি আনছার উদ্দিন মোল্লা বলেন, কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহার সাথে যে ঘটনা ঘটেছে এটা দুঃখ জনক। জেলে ও ট্রলার মালিকদের আভ্যন্তরীন কোন্দলে প্রশিক্ষনটি পন্ড হয়ে যায়। এ প্রশিক্ষনটি তাদের একান্ত প্রয়োজন ছিলো।
এ ব্যাপারে কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, জেলেদের ভীতর অভ্যন্তরীণ এবং রাজনৈতিক কোন্দল থাকার কারণে তারা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন নি। জেলেদের কোন্দল নিরসনের জন্য তিনি চেষ্টা করেছেন বলে দাবি করেন তবে তারা তা মানেন নি ফলে জেলেরা অন্যত্র চলে গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।