Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদেশে লোক পাঠিয়ে জিম্মি রাজধানীতে ৩ প্রতারককে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম ইউনিট

প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিদেশে লোক পাঠিয়ে জিম্মি করে অর্থ আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। গ্রেফতারকৃতরা হলেন মো. আব্দুল হাই, মনা মিয়া ও শামছু মিয়া। ডিএমপির উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ সোমবার রাতে পৃথক অভিযান চালিয়ে পল্টন ও আগারগাঁও থেকে তাদের গ্রেপ্তার করে। এ সময় আবুল খায়ের নামে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার মো. নাজমুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালনা হয়।
গ্রেফাতরকৃত শামছু মিয়া তার নিজের ট্রাভেল এজেন্সি থেকে পর্যটক ভিসায় আবুল খায়ের (২৪) নামের এক যুবককে মালয়েশিয়ায় পাঠান। কিন্তু সেখানে আবুল খায়েরকে আটকে ভয়ভীতি দেখায় শামছু মিয়ার লোকজন। এরপর বাংলাদেশে ওই যুবকের পরিবারের কাছ থেকে বিকাশ ও ব্যাংক হিসাবের মাধ্যমে চার লাখ টাকা আদায় করা হয়। এ কাজে শামছু মিয়াকে সহায়তা করেন মনা মিয়া ও আবদুল হাই। এই চক্রের সদস্যদের গ্রেপ্তারের পর মালয়েশিয়া থেকে আবুল খায়েরকে উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ আইনে রমনা থানায় নিয়মিত মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদেশে লোক পাঠিয়ে জিম্মি রাজধানীতে ৩ প্রতারককে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম ইউনিট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ