Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সাতক্ষীরায় করোনা রেকর্ড, শতকরা ৫৯.৩৪ ভাগের ১০৮ জন আক্রান্ত

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জুন, ২০২১, ৮:৪১ পিএম

লকডাউনের মধ্যেও সাতক্ষীরায় করোনা রেকর্ড। একদিনে আক্রান্তের সংখ্যা ১০৮ জন। যা শতকরা ৫৯.৩৪ ভাগ। মঙ্গলবার (৮ জুন) ১৮২ জনের নমুনা পরীক্ষায় ১০৮ জন পজিটিভ হয়েছেন। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে এই পরীক্ষা করা হয়।

সাতক্ষীরা জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২,১০৮ জন। সুস্থ হয়েছেন ১,৪৭৬ জন। করোনায় মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ৫১ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন অন্তত ১৮১ জন।

সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ হুসাইন সাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৫ তারিখ থেকে সাতক্ষীরায় এক সপ্তাহের কঠোর লকডাউন চলছে। এর মধ্যে সংক্রমণ ঊর্ধ্বগতি হওয়ায় আমরা চিন্তিত। তবে, আতংকিত না হয়ে সকলকে সতর্ক হতে হবে। মাস্ক পরিধান করাসহ স্বাস্থ্যবিধি মানতে হবে। বিনা প্রয়োজনে বাড়ির বাইরে না যাওয়ার জন্যও তিনি সকলের প্রতি আহবান জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাতক্ষীরা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ