বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
১৩ বছরের এক কিশোরীকে অপহরণ করেছিল অপহরণকারী চক্রের নারী সদস্য তন্নী। তারপর পাড়ি জমায় নারায়ণগঞ্জে। কিন্তু শেষ রক্ষা হয়নি, ভিকটিমকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)-৯। একইসাথে গ্রেফতার করেছে অপহরণকারী চক্রের নারী সদস্য তরুণী তন্নীকেও। বানিয়াচং উপজেলার ত্রিকরমহল্লা গ্রামের রিতু আক্তার (১৩) নামের কিশোরীকে অপহরণ করে নিয়ে পালিয়ে যায় মোছাঃ তন্নী আক্তার (১৯)। সে একই উপজেলার মিয়াখানী গ্রামের শামীম মিয়ার স্ত্রী।
এ ঘটনায় অপহরণের শিকার রিতুর পিতা বাদী হয়ে গত সোমবার (৭ জুন) মামলা (নং-১০) দায়ের করেন বানিয়াচং থানায়। মামলা দায়েরের পর মেজর সৌরভ মো. অসীম শাতিল ও সিনিয়র এএসপি এ.কে.এম কামরুজ্জামানের নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন ২৮৬ নং উত্তর মাসাবোর মো. আমিনুল ইসলাম ভূঁইয়ার বাড়ি থেকে অপহরণকারী তন্নীকে গ্রেফতার ও উদ্ধার করে ভিকটিম রিতুকে।
র্যাব-৯ মুখপাত্র (মিডিয়া) সিনিয়র এএসপি ওবাইন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষে হস্তান্তর করা হয়েছে বানিয়াচং থানায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।