Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরার পাঁচ আইনজীবীর নিয়োগ বাতিল

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জুন, ২০২১, ৭:১৩ পিএম

সাতক্ষীরার পাঁচ আইনজীবীর নিয়োগ বাতিল করেছে ভূমি মন্ত্রনালয়। এরা হলেন, এডভোকেট ছালমা আক্তার, সুলতানা পারভীন শিখা, সুভাষ চন্দ্র চক্রবর্তী, শেখ মোহাম্মদ ফারুক ও কুদরত-ই মজিদ। মঙ্গলবার (০৮ জুন) বিকালে সাতক্ষীরা জজকোর্টের সরকারি কৌশলী (জিপি) এডভোকেট শম্ভুনাথ সিংহ বিষয়টি নিশ্চিত করে করে জানান, ভূমি মন্ত্রনালয়ের উপ-সচিব আজিজ হায়দার ভুঁইয়া স্বাক্ষরিত আদেশের কপি তিনি আজ হাতে পেয়েছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন-৪-অধিশাখার ৩১.০০.০০০.০৪৫.৫৩.০৫৫.১৫.১৭৮ নম্বর স্মারকের আদেশের কপিতে উপ-সচিব স্বাক্ষর করেছেন ২৫ মে ২০২১ তারিখে। আদেশে উল্লেখ করা হয়েছে, সরকারের অর্পিত সম্পত্তি রক্ষার দায়িত্বে নিয়োজিত নিয়োগপ্রাপ্ত উল্লেখিত পাঁচ আইনজীবী তাদের কাজে দক্ষ ও আন্তরিক নয়। ১৬২৩ টি সমন বা আর্জি পাওয়া যায়নি। তাদের কাজ সন্তোষজনক বিবেচিত না হওয়ায় ওই পাঁচ আইনজীবীর নিয়োগ বাতিল করা হলো।

সাতক্ষীরার সরকারি কৌশলি আরো জানান, সাতক্ষীরা জেলা প্রশাসক এস,এম মোস্তফা কামাল উল্লেখিত পাঁচজন আইনজীবীর বিষয়ে বিগত ২৭ জুন ২০২০ তারিখে মন্ত্রনালয়ে একটি প্রতিবেদন প্রেরণ করেন। এরই আলোকে সংশ্লিষ্ট মন্ত্রনালয় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাতক্ষীরা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ