গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
স্টাফ রিপোর্টার : সমাজ ও রাজনীতিকে জঙ্গির দূষণ হতে মুক্ত রাখতে হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গতকাল (মঙ্গলবার) রাজধানীর ঢাকা ক্লাবে ‘হালদার হাসি’ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, নদী ও পরিবেশকে বর্জ্যরে দূষণমুক্ত এবং সমাজ ও রাজনীতিকে জঙ্গির দূষণমুক্ত রাখতে হবে। বর্জ্য যেমন নদী ও পরিবেশকে দূষিত করে তেমনি জঙ্গিবাদ দূষিত করে রাজনীতি ও সমাজকে। সুস্থ, নিরাপদ ও আনন্দময় জীবনের জন্য এ দূষণমুক্তির বিকল্প নেই।
চলচ্চিত্রটির প্রযোজক এইচএম ইব্রাহিমের সভাপতিত্বে আয়োজিত মহরত অনুষ্ঠানে হালদা নদীর মৎস্য সম্পদ ও নদীকেন্দ্রিক মৎস্যজীবীদের জীবনকে উপজীব্য করে নির্মিত হালদার হাসি চলচ্চিত্রটি দর্শকদের হৃদয় কাড়তে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন অভ্যাগত অতিথিরা। পরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন মিলনায়তনে চলচ্চিত্রকার জাকির হোসেন রাজুর তত্ত¡াবধানে নির্মিতব্য ‘ভাল থেকো’ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সাহসের সঙ্গে জীবন ও উন্নয়নের চাকাকে চলমান রেখে দেশের মানুষ জঙ্গিদের সমুচিত জবাব দেবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।