বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রতিদিনই যশোরের বাড়ছে করোনা শনাক্তের হার। গত ২৪ ঘন্টায় এ জেলায় নতুন করে ১২৫জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার শনাক্তের হার ৪২ শতাংশ। সোমবার শনাক্তের হার ছিলো ২৯ শতাংশ। এছাড়া মৃত্যু হয়েছে একজনের। এই তথ্য সিভিল সার্জন দপ্তরের।
যশোরের সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহিন দৈনিক ইনকিলাবকে জানান, শহরের বেশ কয়েকটি এলাকায় চলাচলে বিধি নিষেধ করা হয়েছে। কঠোরভাবে সংক্রমণ রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সূত্র জানায়, ভারত সীমান্তবর্তী যশোর জেলায় মে মাসের শেষ সপ্তাহ থেকে করোনা শনাক্তের হার বাড়তে শুরু করে। জুন মাসের শুরুতেও বহাল ছিল উর্ধ্বমুখিভাব। গত ৩ শনাক্তের হার ছিল ২৫ শতাংশ। ৪ জুন এ হার ছিল ২৩ শতাংশ। ৫ জুন ছিল ২০ শতাংশ। ৬ জুন সেটা বেড়ে দাঁড়ায় ২৩ শতাংশে। ৭ জুন তা আরো বেড়ে দাঁড়ায় ২৯ শতাংশে। মঙ্গলবার সেটা বেড়ে দাঁড়িয়েছে ৪২ শতাংশে। গত ২৪ ঘন্টায় এ জেলায় ২৯৪ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।
এদিকে এ পর্যন্ত জেলায় ৭ হাজার ৯৫৩জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৮৩জন। এছাড়া যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৭ জন রোগী ভর্তি রয়েছেন।
এ অবস্থায় উদ্বিগ্ন জেলার সাধারণ মানুষ। তাদের দাবি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ও স্বাস্থ্যবিভাগকে আরো কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান বলেছেন, করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। উর্ধ্বমুখি এ হার রুখতে ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ বিভিন্ন এলাকায় মানুষের চলাচল সীমাবদ্ধ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।