Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিনাজপুরে সংক্রমনের হার সর্বোচ্চ ৩৩.৩৩ শতাংশে উন্নীত

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ৮ জুন, ২০২১, ২:২৯ পিএম

গত ২৪ ঘন্টায় সীমান্তবর্তী জেলা দিনাজপুরে সংক্রমনের হার বৃদ্ধি পেয়ে এযাবতকালের সর্বোচ্চ ৩৩ দশমিক ৩৩ শতাংশে পৌছেছে। এ সময়ে মৃত্যু না থাকলেও গত ৭ দিনে জেলায় ৯ জন এযাবত করোনায় মৃত্যু হয়েছে ১৩৭ জন। আশংকাজনকভাবে করোনা সংক্রমনের হার বেড়ে যাওয়ায় গত রবিবার সন্ধায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে করোনা প্রতিরোধ সমন্বয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পূরোপূরী লকডাউন এর পরিবর্তে বিধিনিষেধ কড়াকড়িভাবে আরোপের স্বিদ্ধান্ত গৃহীত হয়। এই বৈঠকে পরবর্তী দুই থেকে তিন দিন পরিস্থিতি পর্যালোচনা করে স্থানীয়ভাবে লোকডাউনের বিষয়ে স্বিদ্ধান্ত গ্রহন করার কথা জানানো হয়।
সিভিল সার্জন দিনাজপুরের ফেসবুকে ছাড়া আজকের রিপোর্ট মোতাবেক গত ২৪ ঘন্টায় দিনাজপুরের এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাবে সংগৃহীত ১৪২ টি নমুনার মধ্যে পরীক্ষা করা হয়েছে ১৪১টির। এর মধ্যে আক্রান্ত অর্থাৎ করোনা পজেটিভ হয়েছে ৪৭। শতাংশের হারে যা ৩৩.৩৩।
জেলায় এপর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬০৬৮ মোট সুস্থ রোগীর সংখ্যা ৫৫৬৬ জন। বর্তমানে ৩৩০ জন হোম আইসোলেশনে এবং হাসপাতালে ভর্তি ৬০ জন রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ