গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ভিয়েনায় বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যে বিমান পরিষেবা চুক্তি (এএসএ) স্বাক্ষরিত হয়েছে।
অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত এবং অস্ট্রিয়ান ইউরোপীয় ও আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত আন্দ্রেয়াস রিয়েকেন স্ব স্ব দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেছেন।
সোমবার (৭ জুন) এ চুক্তি স্বাক্ষর হয়।
বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যকার এ চুক্তির ফলে আশা করা হচ্ছে, কেবল দুটি দেশের বিমান চালনা ব্যবসায়ই উৎসাহিত করবে না, পাশাপাশি ব্যবসা এবং জনগণের সঙ্গে জনসংযোগ বাড়বে।
আশা করা হচ্ছে, দুই দেশের মধ্যে পণ্য ও যাত্রী পরিবহনের সুবিধা ছাড়াও স্ক্যান্ডিনেভিয়াসহ মধ্য, পূর্ব ও উত্তর ইউরোপীয় দেশগুলোর জন্য একটি আঞ্চলিক কেন্দ্র রূপান্তর করতে সহায়ক হবে এই চুক্তি।
বিশেষত, উভয় দেশই প্রত্যাশা করে যে এই চুক্তি অদূর ভবিষ্যতে ঢাকা থেকে যাত্রী ও কার্গো ফ্লাইটগুলোর প্রক্রিয়াটিকে ত্বরান্বিত করবে এবং দুই দেশের মধ্যে ব্যবসায়ের সুযোগ প্রসারিত করবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।