নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
দশ পদক জিতে গৌহাটি-শিলং সাউথ এশিয়ান (এসএ) গেমসে নিজেদের মিশন শেষ করলো বাংলাদেশ কুস্তি দল। এবারের গেমসে পুরুষ ও মহিলা মিলিয়ে বাংলাদেশের মোট ১৬জন কুস্তিগীর অংশ নেন। নিজ নিজ ওজন শ্রেণীতে রৌপ্য ও ব্রোঞ্জপদক জিতেন ১০ জন। এগুলোর মধ্যে ৩টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্জপদক রয়েছে। মেয়েদের মধ্যে ৬০ কেজি ওজন শ্রেণীতে রিনা, ৬৯ কেজি ওজন শ্রেণীতে শিরিন ও ৬৩ কেজি ওজন শ্রেণীতে ফারজানা রৌপ্যপদক জিতেন। মেয়েদের মধ্যে ব্রোঞ্জ জিতেন পাঁচজন খেলোয়াড়। ৪৮ কেজি ওজন শ্রেণীতে নদী চাকমা, ৫৫ কেজি ওজন শ্রেণীতে সোমা, ৫৮ কেজি ওজন শ্রেণীতে তানজিলা, ৭৫ কেজি ওজন শ্রেণীতে মিনা ও ৫৩ কেজি ওজন শ্রেণীতে নামিমা ব্রোঞ্জ জয় করেন। এদিকে, গতকাল পুরুষদের ৮৬ কেজি ওজন শ্রেণীতে মিজানুর ও ৯৭কেজি ওজন শ্রেণীতে বিল্লাল হোসেন পান দুটি ব্রোঞ্জপদক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।