Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেনাপোল বন্দরে ভারতীয় কেমিক্যাল ভর্তি ট্রাকে অগ্নিকান্ড

পুড়ে গেছে অর্ধকোটি টাকার মালামাল

বেনাপোল অফিস | প্রকাশের সময় : ৭ জুন, ২০২১, ৯:১৩ পিএম

বেনাপোল বন্দরের ৩২ নং শেডের সামনে ভারতীয় একটি কেমিক্যাল ভর্তি ট্রাকে অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার মালামাল পুড়ে গেছে। আজ সোমবার রাত ৭ টার দিকে বন্দরের অভ্যন্তরে ভারতীয় একটি কেমিক্যাল বোঝাই ট্রাকে হঠাৎ করে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।

বেনাপোল বন্দরের পরিচালক আ: জলিল জানান, ঢাকার আমদানিকারক স্ট্যান্ডার্ট ফিনিস অয়েল কোম্পানী ভারত থেকে এক হাজার বস্তা কেমিক্যাল আমদানি করেন। যার আমদানি মূল্য ৮ হাজার মার্কিন ডলার। যার রফতানিকারক কোলকাতা মেড ইমপেক্স প্রা: লি:। পণ্য চালানটি একটি ট্রাকে করে বন্দরের ৩২ নাম্বার শেডের সামনে আনলোডের জন্য অপেক্ষা করছিল। কোন কিছু বোঝার আগেই বৃষ্টির পানি পড়ে ট্রাকে থাকা কেমিক্যালে আগুন ধরে যায়। বন্দর কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। তবে কি কারণে আগুন লেগেছে তা তদন্ত করতে একটি কমিটি গঠন করা হবে বলে পরিচালক জানান।



 

Show all comments
  • Dadhack ৭ জুন, ২০২১, ১০:২৮ পিএম says : 0
    Why India have to use our country to transport their goods????????????????
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেনাপোল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ