Inqilab Logo

সোমবার, ০৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ফের এক মিনিটের মধ্যে দু’বার ভূমিকম্পের ঝাঁকুনি সিলেটে

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৭ জুন, ২০২১, ৭:১৭ পিএম

মাত্র এক মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপলো সিলেট। বড় ভূমিকম্পের আতঙ্কের মধ্যে নতুন শংকা যোগ হলো সিলেটে। আজ সোমবার (৭ জুন) সন্ধ্যা ৬ টা ২৯ মিনিটে প্রথমবার হালকা ভূমিকম্প অনুভূত হলেও ফের ৬টা ৩০ মিনিটে দ্বিতীয় বারের মতো কেঁপে উঠে ওলি আউলিয়ার স্মৃতি ভূমি সিলেট। তাৎক্ষনিক ঢাকা আবহাওয়ায় অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মমিনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলেও ভূমিকম্পের মাত্রা বা উৎপত্তিস্থল জানাতে পারেননি তিনি। এদিকে পরপর দুইবার ভূমিকম্প অনুভূত হওয়ায় সর্বস্তরের মানুষের মাঝে তৈরি হয়েছে আতংক। এসময় মানুষ ছুটাছুটি করতে থাকেন দিকবিদিক। তবে ভূমিকম্পে কোন খবর পাওয়া যায়নি ক্ষয়ক্ষতির।

এর আগে (২৯ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত মাত্র ৫ ঘন্টার মধ্যে ৬ দফা ছোট-বড় ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেট। এই প্রথমবারের মতো এমন ঘন ঘন ভূ-কম্পনে আতঙ্কিত হয়ে পড়েছেন সিলেটের সাধারণ মানুষ। এর মাঝে ভূমিকম্প ঝুঁকিপূর্ণ সিলেটে নগরায়নে অধিকতা সতর্কতা অবলম্বনের কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে নজিরবিহীন এমন ঘটনার পর নড়েচড়ে বসেছে নগর কর্তৃপক্ষ। ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ সহ জনসচেতনতা বাড়াতে জরুরি ভিত্তিতে নিচ্ছে নানা উদ্যোগ।

এরই মধ্যে নগর কর্তৃপক্ষের আহ্বানে বৈঠকে বসেছেন, পুলিশ, ফায়ার সার্ভিস, নগর পরিকল্পনাবিদ সহ সংশ্লিষ্টরা।

সেদিন সকাল ১০টা ৩৬ মিনিটের সময় প্রথম ভূমিকম্পটি অনুভব হয়। এ কম্পনের রেশ কাটতে না কাটতেই ১০টা ৫০ মিনিটে ফের কেঁপে ওঠে সিলেট। এরপর সকাল সাড়ে ১১ টায় ও ১১ টা ৩৪ মিনিটে দুটি ভূ-কম্পন অনুভূত হলে সিলেটজুড়ে মানুষের মাঝে আতঙ্ক দেখা দেয়। তবে এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ১০.৩৬ মিনিটে ভূমিকম্পের মাত্রা ছিল ৩। ১০.৫০ মিনিটে ভূমিকম্পের মাত্রা ৪.১। এরপর ১১.৩০ মিনিটে হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল ২.৮। এছাড়া ১১টা ৩৪ মিনিটের ভূমিকম্পের মাত্রা ২ এর নিচে হওয়ায় সেটা গণনায় নেয়া হয়নি। এছাড়া বেলা ১টা ৫৮ মিনিটে ফের ৪ মাত্রার কম্পন অনুভূত হয়। এরপর সোয়া ২টার দিকে আবারও ভূমিকম্প হলেও সেটা রিখটার স্কেলে ২ মাত্রার নিচে হওয়ায় গণনায় নেয়নি আবহাওয়া অধিদপ্তর। সবগুলো ভূমিকম্পের উৎপত্তিস্থলই ছিলো সিলেট সদর। সিলেট সেন্ট্রাল থেকে যার দূরত্ব শূন্য মিটার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভূমিকম্প

১৩ ফেব্রুয়ারি, ২০২৩
১২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ