Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টিটিতে মেয়েদের ব্রোঞ্জ

প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

এসএ গেমসের আকর্ষণীয় ডিসিপ্লিন টেবিল টেনিস থেকে ব্রোঞ্জপদক পেল বাংলাদেশের মেয়েরা। ২০১০ ঢাকা এসএ গেমসেও ব্রোঞ্জ পদক পেয়েছিল লাল-সবুজের মেয়েরা। গেলপরশু শিলংয়ের জওহরলাল নেহেরু স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ৩-২ সেটা হারায় নেপালকে। ফলে বাংলাদেশকে ব্রোঞ্জপদক এনে দেয় মৌমিতা আক্তার, রহিমা আক্তার ও মিনারা শারমীনকে নিয়ে গড়া লাল-সবুজের দল। গেমস শুরুর আগে এই ডিসিপ্লিনারি থেকে রৌপ্য পদক প্রত্যাশা করেছিলো বাংলাদেশ। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি বাংলাদেশের। ব্রোঞ্জ জয়ের ক্ষেত্রে শ্রীলংকা ও আফগানিস্তানকে হারিয়েছিলো বাংলাদেশ। দুটি ম্যাচই ৩-০ সেটে জিতেছিলো তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিটিতে মেয়েদের ব্রোঞ্জ

৯ ফেব্রুয়ারি, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ