মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : বেলারুশের রাজধানী মিনস্কে একটি বারে আকস্মিকভাবে এসেছিলেন সেখানকার স্বাস্থ্য দফতরের একটি দল। সেখানে এসে তারা বারের মালিককে যে নির্দেশনা দিলেন তা শুনে মালিক রীতিমতো বিস্মিত। কর্মকর্তারা বারের মালিককে বলেছেন, তার দোকানের কাউন্টারে গরুর রক্ত দিয়ে তৈরি হেমাটোজেন স্ন্যাক্স যেন সাজিয়ে রাখা হয়। কারণ এ হেমাটোজেন স্ন্যাক্স আয়রন সমৃদ্ধ। এ জন্য স্বাস্থ্য দফতর থেকে দোকান মালিককে চিঠিও দেয়া হয়েছে। দোকানের মালিক বলছেন, গুরুর রক্ত থেকে তৈরি এসব হেমাটোজেন বার সাবেক সোভিয়েত ইউনিয়ন জামানায় শিশুদের কাছে খুব জনপ্রিয় ছিল। কিন্তু আধুনিক সময়ে যারা বারে আসেন তাদের কাছে এ স্ন্যাক্স জনপ্রিয় হবে কিনা সেটি তিনি বুঝতে পারছেন না। বারের মালিক বলছেন, তার এখানে যারা মদ্যপান করতে আসে তাদের যদি বলা হয়, তোমরা বিয়ারের সাথে এই হেমাটোজেন বার খাও তখন তারা হাসবে। কিন্তু স্বাস্থ্য দফতর এটিকে মোটেই হাস্যকর কোনো বিষয় মনে করছে না। কর্মকর্তারা প্রশ্ন তুলছেন, দোকানে যদি চকলেট বার থাকতে পারে, তাহলে এ হেমাটোজেন বার রাখতে সমস্যা কোথায়? মানুষজন যাতে স্বাস্থ্যকর খাবার খেতে উৎসাহিত করা হয়। বিবিসি।
হিমালয়ে বৌদ্ধদের বিরল উৎসবে হাজার ভক্ত
ইনকিলাব ডেস্ক : ভারতের প্রত্যন্ত এলাকা লাদাখ অঞ্চলে বৌদ্ধ ধর্মের একটি বিরল উৎসব উপলক্ষে হাজার হাজার সন্ন্যাসী, ভক্ত ও পর্যটকরা জড়ো হয়েছেন। আয়োজকদের কাছে এটি ‘হিমালয়ের কুম্ভ মেলা’ নামে পরিচিত। বৌদ্ধ সন্ন্যাসী নারোপার ১০০০তম জন্মবার্ষিকী উপলক্ষে পার্বত্য গ্রামে এটি অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে সেখানে নাচ-গানসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১১ শতকে বৌদ্ধ দর্শনের সমৃদ্ধ ঐতিহ্যের যাত্রা শুরুর জন্য অনুসারীরা ভারতীয় এ সন্ন্যাসী ও প-িতের আদর্শ প্রচার করে। প্রতি ১২ বছরে মাত্র একবার অনুষ্ঠিত নারোপা উৎসবে বৌদ্ধ ধর্মের বিশেষকরে দ্রুকপা শাখার বহুসংখ্যক অনুসারী যোগ দিয়ে থাকেন। বিশেষ করে লাদাখ ও ভুটানের বৌদ্ধরা ঐতিহ্যগতভাবে এ মেলায় অংশ নেন। উল্লেখ্য, হিন্দু তীর্থযাত্রীদের জন্য প্রতি ১২ বছরে একবার পবিত্র নদী তীরে অনুষ্ঠিত কুম্ভ মেলাসহ অনেক ধর্মীয় অনুষ্ঠান আয়োজনে ভারত সুপরিচিত। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।