Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদক-দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে ৬ মাস সময় চাইলেন দুতার্তে

প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফিলিপাইনের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে বলেছেন, দুর্নীতি ও মাদকবিরোধী লড়াইয়ে সফল হতে আরও ছয় মাস সময় প্রয়োজন। মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সর্বাত্মক পদক্ষেপ নেয়া ছিল তার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ। তিনি বলেছিলেন, প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার ছয় মাসের মধ্যে দুর্নীতি ও মাদক সংক্রান্ত অপরাধ দমন করে ফেলতে পারবেন তিনি। কিন্তু প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতার ছয় মাস শেষে গত রোববার তিনি বলেন, সব কিছু নিয়মের আওতায় নিয়ে আসতে আরও ছয় মাস সময় প্রয়োজন তার। এক প্রেস কনফারেন্সে তিনি বলেন, আমাকে আরেকটু সময় বাড়িয়ে দিতে হবে। কমপক্ষে আরও ছয় মাস সময় আমি চাই। আমার কোনো ধারণা ছিল না এত বিপুল পরিমাণ মানুষ মাদক ব্যবসায় জড়িত রয়েছেন। তিনি আরও বলেন, সবচেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে, সরকারের মধ্যেও এমন মানুষ আছেন যারা মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত। তিনি আরও জানান, অবৈধ মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত রয়েছেন এমন প্রায় ১ হাজার সরকারি কর্মকর্তার একটি তালিকা তৈরি করা হচ্ছে। বন্দুকভক্ত হিসেবে পরিচিত রডরিগো এমনও বলেন, কেউ হয়তো বিশ্বাস করতে চাইবে না, কিন্তু অন্তত ৭ লাখ তরুণ মাদক পাচারে জড়িত থাকার কথা স্বীকার করে পুলিশ ও সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। আমি তো তাদের সবাইকে মেরে ফেলতে পারি না। প্রসঙ্গত, ক্ষমতায় যাওয়ার পর দুর্নীতিবাজ, মাদক পাচারকারী ও ধর্ষণকারীদের গুলি করে মেরে ফেলার অঙ্গীকার করেছিলেন এই প্রেসিডেন্ট। তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদেরও মেরে ফেলার অভিযোগ
রয়েছে। হেডলাইনস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদক-দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে ৬ মাস সময় চাইলেন দুতার্তে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ