Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়া জেলা দর্জি শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি শফিকুল ইসলামের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ৭ জুন, ২০২১, ৪:২২ পিএম

বগুড়া জেলা দর্জি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা শফিকুল ইসলামের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে হামলাকারীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন বগুড়া জেলা দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি লিটন প্রামানিক, সহ-সভাপতি মাসুদ শেখ, বগুড়া জেলা কাঠ শিল্প শ্রমিক ইউনিয়নের সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক আবদুস সামাদ, বগুড়া জেলা সংবাদপত্র ইউনিয়নের সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক সাজু শেখ, বগুড়া জেলা স্টিল ওয়েল্ডিং ইঞ্জিনিয়ারিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর আলম, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম বগুড়া জেলা বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মকবুল হোসেন সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, বিসিআইসি সার গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতি হাফিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক শাহ আলম, বগুড়া জেলা নার্সারি শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহিনুর রহমান, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, বগুড়া সদর উপজেলা ঢালাই শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ তোতা, সাধারণ সম্পাদক রঞ্জিত মহন্ত, বগুড়া জেলা মোটর মেকানিক শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক লিমন খলিফা, বগুড়া সদর উপজেলা ইটভাটা শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক সাহেব আলী, বগুড়া সদর উপজেলা সেলুন এন্ড বিউটি পার্লার শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আবু শাহিন, সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, বগুড়া সদর উপজেলা দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ রতন, স মিল শ্রমিক নেতা আব্দুল বারী মোহাম্মদ শেকুল, কুলি ভ্যান শ্রমিক নেতা মোঃ শহিদুল ইসলাম, মোঃ বাবলু মিয়া, স্বর্ণশিল্পী শ্রমিক নেতা নুর মোহাম্মদ মানিক, ফয়সাল আহমেদ রাসেল, জেলার হযরত আলী লিমন, সরকার মিরাজুল ইসলাম, পোল্ট্রি শ্রমিক নেতা শাহিনুর আলম, ডেইরি শ্রমিক নেতা শফিকুল ইসলাম, লেদ শ্রমিক নেতা আলফাজ হোসেন, মোঃ শাওন প্রমুখ।

উল্লেখ্য, শ্রমিক নেতা সফিকুল ইসলাম রবিবার রাত সাড়ে ৮টায় পেশাগত কাজ শেষে বাসায় ফেরার পথে এলাকার চিহ্নিত সন্ত্রাসী নাহিরুল ইসলামের নেতৃত্বে তার ওপর রাম দা দিয়ে হামলা করতে হয়। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মুমুর্ষ অবস্থায় চিকিৎসাধীন আছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ