Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইমাম মাওলানা আবদুর রহমান মোগলাবাজারীকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ -খেলাফত মজলিস

প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সম্প্রতি রাতের আঁধারে সিলেটের ওসমানীনগরে মসজিদের ইমাম মাওলানা আবদুর রহমান মোগলাবাজারীকে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, দেশে আজ মানুষের কোনো নিরাপত্তা নেই। মসজিদের ইমাম-মুয়াজ্জিনদেরকে পর্যন্ত একের পর এক নির্মমভাবে হত্যা করা হচ্ছে। সম্প্রতি রাতের আঁধারে সিলেটের ওসমানীনগরে মসজিদের ইমাম মাওলানা আবদুর রহমান মোগলাবাজারীকে হত্যার ঘটনা আলেম-ইমামদেরকে পরিকল্পিতভাবে হত্যার সর্বশেষ নজির।
বিবৃতিতে নেতৃদ্বয় অবিলম্বে সিলেটের ওসমানীনগরে মসজিদের ইমাম মাওলানা আবদুর রহমানকে হত্যার সাথে জড়িত খুনিদের খুঁজে বের করে কঠোর ও দৃষ্টান্তমূূলক শাস্তির ব্যবস্থা গ্রহনের দাবি জানান। একই সাথে সারাদেশে ইমাম-মুয়াজ্জিনদেরকে হত্যাসহ সব ধরনের হত্যা নির্যাতন বন্ধে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইমাম মাওলানা আবদুর রহমান মোগলাবাজারীকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ -খেলাফত মজলিস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ