Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুরুত্ব পাবে শরণার্থী সঙ্কট

প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : অন্য অনেক বিষয়ের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বের বৃহত্তম শরণার্থী সংকট মোকাবিলার প্রশ্ন সামনে রেখে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন গত সোমবার শুরু হয়েছে। সিরিয়ায় চলমান যুদ্ধ ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-রাশিয়ার ব্যাহত হওয়া প্রচেষ্টা এ সম্মেলনে ছায়া ফেলেছে। সিরিয়ায় যুদ্ধবিগ্রহসহ বিভিন্ন দেশে দমনপীড়ন ও ক্ষুধার কারণে বিশ্বে প্রায় সাড়ে ছয় কোটি মানুষ শরণার্থী হয়েছে। সিরিয়ায় গত ছয় বছর ধরে চলা যুদ্ধে ৯০ লাখ মানুষ বাস্তচ্যুত হয়েছে। ৪০ লাখ মানুষ পার্শ্ববর্তী বিভিন্ন দেশে পালিয়ে গেছে বা ইউরোপের পথে পাড়ি জমাচ্ছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্ব নেতৃবৃন্দ ভাষণ দেবেন। এবারের সম্মেলনে সিরিয়া সংঘাত প্রাধান্য পাবে। জাতিসংঘ মহাসচিব বান কি মুনের প্রতিনিধি কারেন আবুজাদ বলেন, সম্মেলনে জাতিসংঘের ১৯৩ সদস্য দেশ শরণার্থী সংস্থার নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণে একমত হবে। তিনি বলেন, এর ফলে ২০১৭ সালে ১১ লাখ মানুষ পুনরায় বসতি স্থাপন করতে পারবে। যেখানে ২০১৫ সালে মাত্র এক লাখ মানুষ করতে পেরেছিলেন। তিনি বলেন, তার অর্থ এটা ২০১৫ সালের তুলনায় ১০ গুণ বেশি। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গুরুত্ব পাবে শরণার্থী সঙ্কট

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ