Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুদ্ধবিরতি শেষ না হতেই আলেপ্পোয় বিমান হামলা

প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুদ্ধবিরতি শেষ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই সিরিয়ায় আলেপ্পো শহরের কাছে একটি ত্রাণ বহরে বিমান হামলা হয়েছে। বিবিসি জানিয়েছে, নিশ্চিত করা হয়নি এমন এক প্রতিবেদনে বলা হয়েছে, উরম আল কুবরা টাউনের কাছে চালানো এই হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। জাতিসংঘের এক মুখপাত্র অন্তত ১৮টি থেকে ৩১টি ত্রাণবাহী ট্রাক হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন। তবে বিমান হামলায় এসব ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা নিশ্চিত করতে পারেননি। সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত স্টিফেন দ্য মিসতুরা এ ঘটনাকে ‘অকথ্য নিষ্ঠুরতা’ বলে বর্ণনা করেছেন। বার্তা সংস্থা রয়টার্সকে পাঠানো এক ইমেইলে তিনি বলেন, অনুমোদনের দীর্ঘ প্রক্রিয়া ও প্রস্তুতির পর আটকেপড়া বেসামরিকদের জন্য বহরটি আনার সুযোগ হয়েছিল। সিরীয় রেড ক্রিসেন্ট জানিয়েছে, বিদ্রোহীদের নিয়ন্ত্রিত গ্রামীণ এলাকাগুলোর জন্য আলেপ্পো থেকে নিয়মিত সরবরাহ নিয়ে যাচ্ছিল বহরটি। ইন্টারনেটে পোস্ট করা ছবিতে ত্রাণবহরের লরি ও ট্রেইলারগুলোতে আগুন জ্বলতে দেখা গেছে। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ (এসওএইচআর) জানিয়েছে, সিরীয় অথবা রুশ যুদ্ধবিমানের চালানো এই হামলায় ১২ ত্রাণকর্মী ও ট্রাকচালক নিহত হয়েছেন।
এদিকে, অভিযোগ উঠলেও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি সিরীয় সরকার। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিরীয় রেড ক্রিসেন্টের উরম আল কুবরা কেন্দ্রে মাল খালাসরত লরিগুলোতে প্রায় পাঁচটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। দ্য মিসতুরার মানবিক ত্রাণবিষয়ক উপদেষ্টা জ্যান ইগেল্যান্ড জানিয়েছেন, মাল খালাস করে গুদামজাত করার সময় বহরটিতে ‘বোমাবর্ষণ’ করা হয়েছে। উরম আল কুবরার আশপাশে প্রায় ৭৮ হাজার মানুষের ত্রাণ প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। এর কয়েক ঘণ্টা আগে সিরিয়ার সামরিক বাহিনী যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যস্থতায় দেশটিতে শুরু হওয়া সাত দিনব্যাপী যুদ্ধবিরতি শেষ হওয়ার ঘোষণা দেয়। এর পরপরই আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ফের বিমান হামলা শুরু করা হয় বলে জানা গেছে। বিবিসি, রয়টার্স, এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুদ্ধবিরতি শেষ না হতেই আলেপ্পোয় বিমান হামলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ