পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জাতীয় সংসদে সস্পূরক বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকারী দল দাবি করেছে করোনা পরিস্থিতি মোকাবিলায় সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশ সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে। অন্যদিকে বিরোধী দল বিএনপি করোনাভাইরাসের টিকা নিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক রাজনীতির শিকার’ বলে মন্তব্য করেছে।
গতকাল রোববার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে ২০২০-২০২১ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হয়। এই আলোচনায় অংশ নেন সরকারী দলের সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর, সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ, তাহজীব আলম সিদ্দিকী ও সেলিমা আহমাদ এবং বিএনপি’র মো. হারুনুর রশীদ ও ব্যারিষ্টার রুমিন ফারহানা।
আলোচনায় অংশ নিয়ে অধ্যাপক আলী আশরাফ বলেন, সারা পৃথিবীতে কোভিড-১৯ পরিস্থিতির সুষ্ঠু ব্যবস্থাপনায় বাংলাদেশের অবস্থা দেখুন। বাংলাদেশে যে বিপর্যয় হওয়ার কথা ছিল, আল্লাহর অশেষ রহমতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে এটা আমরা মোকাবিলা করেছি। বাংলাদেশের গৃহীত পদক্ষেপ গুলোর প্রশংসা করেছে সারাবিশ্ব। তিনি বলেন, করোনার প্রথম ধাপ ও দ্বিতীয় ধাপের পর তৃতীয় ধাপ উঁকি মারছে, ঠিক সেই অবস্থায় জাতীয় সংসদে বাজেট পেশ করা হয়েছে। তাই করোনা ও বাজেট বাস্তবায়নে সতর্ক থাকতে হবে।
দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণার পরেও অর্থ পাচার হওয়ায় ক্ষোভ প্রকাশ করে আলী আশরাফ বলেন, বাজেট দিলেই হবে না, তা বাস্তবায়নে সদিচ্ছা থাকতে হবে। সকল স্তরে দক্ষতা বাড়াতে হবে। দুর্নীতি ও অর্থ পাচার রোধে কঠোর পদক্ষেপ নিতে হবে। তিনি আরো বলেন, কিছু কিছু মানুষের কর্মকাণ্ডে ঘৃণায় লজ্জায় মাথা হেট হয়ে যায়। অর্থ পাচার ও চোর হিসেবে যাদের নাম ওঠে, তা খুবই লজ্জার। অথচ প্রধানমন্ত্রী ও তাঁর সরকার দ্যার্থহীন কণ্ঠে বলেছেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। বাজেট বাস্তবায়নে প্রশাসনের সততা, দক্ষতা একাগ্রতা নিষ্ঠা না বাড়ানোর আহ্বান জানান তিনি।
সাবেক মন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর বলেন, করোনা পরিস্থিতির কারণে আয় কমেছে। যে কারণে মূল বাজেটের চেয়ে সম্পূরক বাজেট কমেছে। সরকার স্থানীয়ভাবে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিচ্ছে। দেশে ব্যাংক ও আর্থিক ব্যবস্থা বেশ প্রসারিত হয়েছে। ব্যাংক ও আর্থিক ব্যবস্থা সংস্কারের জন্য আরো পদক্ষেপ নিতে হবে। কমিশন গঠন করতে হবে।
বাজেটের সমালোচনাকারীদের উদ্দেশ্য করে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, চলতি অর্থবছরে সিপিডি-বিএনপির নেতৃবৃন্দের প্রতিক্রিয়ার কারণ অন্য। মেগা প্রজেক্টগুলো শেষ হয়ে এসেছে। তা দেখে তারা আবোল-তাবোল বকছে। তিনি বলেন, করোনাকালে প্রবাসী আয় বৃদ্ধির জন্য সরকার নগদ প্রণোদনা দিয়েছে। এতে প্রবাসী আয় বৃদ্ধিতে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে দেশে দক্ষ জনবল তৈরি করা হচ্ছে। কোভিড-১৯ পরিস্থিতি স্বাভাবিক হলে দক্ষ জনবল বিদেশে পাঠানোর মাধ্যমে প্রবাসী আয় আরো বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
করোনাভাইরাসের টিকা নিয়ে বাংলাদেশ ‘আন্তর্জাতিক রাজনীতির শিকার’ বলে মন্তব্য করেন বিএনপির সংসদীয় দলের নেতা মো. হারুনুর রশীদ। তিনি বলেন, চীন ও রাশিয়া প্রথমে ভ্যাকসিন দেওয়ার প্রস্তাব নিয়ে এসেছিলো। তারা ট্রায়াল দিতে চেয়েছিল। কিন্তু আমরা তাদের ট্রায়ালের অনুমতি দেইনি। তাদের প্রস্তাব সেই সময় গ্রহণ করলে এখন আমাদের ভ্যাকসিনের সঙ্কট হতো না। তিনি বলেন, ভ্যাকসিন নিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক রাজনীতির শিকার। যে কারণে ভ্যাকসিন নিয়ে চীনের সাথে কথা হলেও ভ্যাকসিন পাব কি না তা অনিশ্চিত।
করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজের সমালোচনা করে এই বিএনপি নেতা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য চলতি অর্থ বছরে যে বরাদ্দ দেওয়া হয়েছে, তা জনগণের কাজে লেগেছে বা কোভিড নিয়ন্ত্রণে ব্যয় হয়েছে, সরকার তা বলতে পারবে না। তাই স্বাস্থ্য বিভাগের সংস্কার জরুরি। তিনি আরো বলেন, আমরা পদ্মা সেতু, মেট্রো রেল চাই। কিন্তু তার আগে মানুষকে বাঁচাতে হবে। মানুষ বাঁচলে সবকিছু আসবে। স্বচ্ছ তালিকা করে সামাজিক সুরক্ষা খাতের অর্থ দিতে হবে।
স্বাস্থ্যখাতের কঠোর সমালোচনা করে বিএনপির ব্যারিষ্টার রুমিন ফারহানা বলেন, সরকার টিকা আনতে ব্যর্থ হয়েছে। করোনাকালেও স্বাস্থ্য খাতে লুটপাট চলছে। সাংবাদিক রোজিনা ইসলাম স্বাস্থ্যখাতের দুর্নীতি খবর তুলে ধারায় তাকে হেনস্তা করা হয়েছে। আমি রোজিনার মামলা প্রত্যাহারের দাবি জানাই। তিনি বলেন, বাজেটে প্রতিটা বিভাগে উন্নয়নে ব্যয় বাড়ানো হয়েছে। ধনী আরও ধনী হচ্ছে, গরিব আরও গরিব হচ্ছে, বৈষম্য বাড়ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।