প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আজ চিত্রনায়ক ফেরদৌসের জন্মদিন। তবে করোনার এই সময়ে জন্মদিন নিয়ে বিশেষ কোন পরিকল্পনা নেই তার। মা, স্ত্রী, দুই কন্যা ও পরিবারের অন্যান্যদের সঙ্গেই সময় কাটবে তার। জন্মদিন প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘করোনার কারণে অনেক কাজের প্রস্তাবই ফিরিয়ে দিতে হয়েছে। কারণ আমাকে মা, স্ত্রী ও দুই কন্যার স্বাস্থ্য’র বিষয়ে সচেতন থাকতে হচ্ছে। তাই জন্মদিনে কোনো অনুষ্ঠানের আয়োজন করা হবে না। আমার জন্মদিনে সবাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে আমার পরিবারের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন।’ প্রায় দুই যুগ আগে হঠাৎ বৃষ্টি সিনেমা দিয়ে ফেরদৌস চলচ্চিত্রে ব্যাপক দর্শকপ্রিয়তা পান। এ সিনেমায় অভিনয় করে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান। পরবর্তীতে সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড’র ‘গঙ্গাযাত্রা’, নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘এককাপ চা’, ও মুশফিকুর রহমান গুলজারের ‘কুসুম কুসুম প্রেম’ সিনেমার জন্যও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। সর্বশেষ ২০১৮ সালে সাইফুল ইসলাম মান্নু পরিচালিত অটিজম’র উপর নির্মিত সিনেমা ‘পুত্র’ অভিনয়ের জন্য পঞ্চমবারের মতো জাতীয় চলচ্চিত্র লাভ করেন। এদিকে ফেরদৌস অভিনীত ফারুকের ‘যদি আরেকটু সময় পেতাম’, নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘জ্যাম’,‘ গাঙচিল’, মাহমুদ দিদারের ‘বিউটি সার্কাস’ সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে। ফেরদৌস অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা অরণ্য পলাশের ‘গন্তব্য’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।