Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৫জির বিরুদ্ধে মামলা করিনি : জুহি চাওলা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুন, ২০২১, ১২:০৭ এএম

ভারতে ৫জি প্রযুক্তি বাস্তবায়নের বিরুদ্ধে মামলা করে বলিউড তারকা জুহি চাওলা আলোচনায় এসেছেন। তবে তিনি এই প্রযুক্তির বিরুদ্ধে মামলা করেছেন এমন ধারণা অস্বীকার করেছেন। জুহি চাওলা মেহতা বলেছেন : ‘দিল্লির আদালতে আমার মামলায় অনেকের ভুল ধারনা হয়েছে যে আমি ৫জি প্রযুক্তির বিরুদ্ধে মামলা করেছি। আমি স্পষ্ট করতে চাই যে, আমরা ৫জি প্রযুক্তির বিরুদ্ধে নই। পক্ষান্তরে আমরা সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানতে চাই এই প্রযুক্তি মানব সমাজ, পুরুষ, নারী, প্রাপ্তবয়স্ক, শিশু, প্রাণী এবং জীব জগতের জন্য নিরাপদ।’ বেতার তরঙ্গের বিকিরণ নিয়ে অপ্রতুল পর্যবেক্ষণের ব্যাপারে তিনি আরও বলেন : ২০১০ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন, ২০১৩ থেকে ২০১৪ পর্যন্ত মুম্বাই হাইকোর্টে জনস্বার্থে মামলা এবং ভারত সরকারের টেলিকমিউনিকেশন মন্ত্রণালয়ে খোঁজ নেয়ার পর দেখা গেছে আজ পর্যন্ত বিকিরণের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়নি। যেহেতু প্রতিরোধ নিরাময়ের চেয়ে অনেক ভাল তাই মানবতা ও পরিবেশের নিরাপত্তার জন্য এখনই উদ্যোগ নেয়া প্রয়োজন। এজন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে শুধু তথ্য উপাত্ত চেয়েছি। জুহি চাওলা, বীরেশ মালিক এবং টিনা বাচানির এই মামলায় দাবি করা হয়েছে নতুন এই প্রযুক্তিতে বেতার তরঙ্গের বিকিরণ ১০ থেকে ১০০ গুণ বেশি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ