Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২২ বছর পর আবার এক ফিল্মে ঋষি কাপুর-জুহি চাওলা

| প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৮, ১২:০২ এএম

দুই দশকেরও বেশি সময় পর দুই অভিনয়শিল্পী ঋষি কাপুর এবং জুহি চাওলা আবার এক ফিল্মে অভিনয় করতে যাচ্ছেন। তারা শেষ অভিনয় করেছিলেন ১৯৯৬ সালের ‘ডারার’ ফিল্মে আর এবার অভিনয় করবেন একটি ফ্যামিলি কমেডিতে। অজানা নামের চলচ্চিত্রটি প্রযোজনা করবে সোনি পিকচার্স ইন্টারন্যাশনাল এবং ম্যাকগাফিন পিকচার্স। হিতেশ ভাটিয়া চলচ্চিত্রটি পরিচালনা করবেন; এটি তার পরিচালনায় প্রথম ফিল্ম। সোনি পিকচাসের ব্যবস্থাপনা পরিচালক বিবেক কৃষ্ণানি জানিয়েছেন তারা ‘হান্ড্রেড টু নটআউট’-এর পর আবার ঋষির সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে রোমাঞ্চিত। তিনি বলেন, “স্থানীয় চলচ্চিত্রে আমরা এমন কাহিনীর ওপর জুর দিচ্ছি যে ধরণের বিষয়বস্তু নিয়ে আগে কাজ করা হয়নি। এবার আমরা একটি ফ্যামিলি কমেডি নির্মাণ করব। আমাদের পার্টনার অভিষেক চৌবে আর হানি ত্রেহান কাহিনীটি র কথা জানালে আমরা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই।” ম্যাকগাফিন পিকচার্সের বিবেক বলেন, “এমন সুন্দর চিত্রনাট্য নিয়ে ঋষি জি আর জুহি জির সঙ্গে কাজ শুরু করার অপেক্ষায় আছি। ম্যাকগাফিনের হানি বলেন, “ প্রযোজক হিসেবে আমারা সব সময় বিচিত্র ধারার চলচ্চিত্র নিয়ে কাজ করতে চাই।আমার মনে হয় এটি দিয়ে আমরা ফ্যামিলি কমেডি ধারায় একটি নিখুঁত চলচ্চিত্র নির্মাণ করতে পারব যেটি সবাই মিলে একসঙ্গে উপভোগ করতে পারবে।”



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ