বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৬টা থেকে রোরবার সকাল ৬টার পর্যন্ত বিভিন্ন সময় তারা মারা যান। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের তিনজন এবং রাজশাহী, নাটোর ও চুয়াডাঙ্গার একজন করে।
রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, মারা যাওয়াদের মধ্যে দুইজনের করোন পজেটিভ ছিল। তাদের দুইজনের বাড়িই চাঁপাইনবাবগঞ্জে। বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদের মধ্যে আইসিইউতে দুইজন, ৩ নং ওয়ার্ডে একজন, ১৬ নম্বরের দুইজন ও ২৯ নম্বরের একজন।
এ নিয়ে চলতি মাসের ৬ দিনে ‘‘১ জুন সকাল ৬টা থেকে ৬ জুন সকাল ৬টা পর্যন্ত’’ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৫৩ জন। এর মধ্যে ৩৫ জনই মারা গেছেন করোনা শনাক্ত হওয়ার পর। এর মধ্যে ১ জুন, সাতজন, ২ জুন সাতজন, ৩ জুন নয়জন, ৪ জুন ১৬ জন, ৫ জুন ৮ জন ও সর্বশেষ ৬ জুন ছয়জন।
ডা. সাইফুল বলেন, রাজশাহীতে বেড়েছে সংক্রমণ ও হাসপাতালে রোগির সংখ্যা। রোববার সকাল ৬টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন ২৩৫ জন। যা আগের দিন শনিবার ছিল ২২৪ জন। হাসপাতালে চিকিৎসাধীন ২৩৫ রোগির মধ্যে রাজশাহী ১০৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ৯৯ জন, নওগাঁর ১০, নাটোর ১০, পাবনা ছয়জন ও কুষ্টিয়ার দুইজন। এদের মধ্যে আইসিইউতে রয়েছেন ১৬ জন। এছাড়াও গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ৩০ জন। এর মধ্যে রাজশাহীর ১৮, চাঁপাইনবাবগঞ্জের আটজন, নওগাঁর তিন ও নাটোরের একজন।
ডা. সাইফুল আরও বলেন, শনিবার রাজশাহীর দুইটি পিসিআর ল্যাবে ৫৪২ জনের নমুনা পরীক্ষার ২৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহীর ৩৬৬ জনের নমুনা পরীক্ষা করে ১৮৪ জনের পজিটিভ এসেছে। আর চাঁপাইনবাবগঞ্জের ১৭৬ জনের নমুনা পরীক্ষা করে ১০৮ জনের করোনা পজিটিভ এসেছে।
করোনার সংক্রমণ কমাতে রাজশাহীতে রাত্রীকালীন লকডাউন। প্রতিদিন সন্ধ্যা ৭ টা থেকে সকাল ৮টা পর্যন্ত দোকান-পাট, মার্কেট ও মানুষের চলাচল বন্ধ রাখা হয়েছে। এছাড়াও বন্ধ রয়েছে সভা-সমাবেশসহ সব ধরণের সামাজিক অনুষ্ঠান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।