Inqilab Logo

রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সান্তাহারে মৎস্য ও ঝিনুক-শামুক চাষ বিষয়ক কর্মশালা

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৬ জুন, ২০২১, ১২:০১ এএম

বগুড়ার সান্তাহারে অপ্রচলিত মৎস্য ও শামুক-ঝিনুক চাষ ও গবেষণা অগ্রগতি বিষয়ক এক কর্মশালা অনুষ্টিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে স্থানীয় উপহার টাওয়ারের শেফালি কনভেনশন সেন্টারে এ কর্মশালা অনুষিঠত হয়।

সান্তাহার প্লাবনভূমি উপকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.ডেভিড রিন্টু দাসের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (পরিকল্পনা) মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. জুরফিকার আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা আ. লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান সিরাজুর ইসলাম খাঁন রাজু, নওগাঁ জেলা মৎস্য কর্মকর্তা মো. ফিরোজ আহমেদ, সিনিয়র সহকারী পরিচাল মাহবুবুর রহমান, ময়মনসিং সদর দফতরের বিএফ আর আই প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, বাংলাদেশ ঝিনুক ও শামুক সংরক্ষণ পোনা উৎপাদন এবং চাষ প্রকল্প পরিচালক সেলিনা ইয়াছমিন, ময়মনসিং সদর দফতরের বিএফ আর আই উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা সোনিয়া স্কু, সান্তাহার প্লাবনভ‚মি উপকেন্দের বৈজ্ঞানিক কর্মকর্তা মনিরুজ্জামান মাহিয়া খানম। এছাড়াও মৎস্য ব্যবসায়ী, চাষী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কর্মশালা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ