Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউরেনিয়াম চোরাচালানের তদন্ত চায় পাকিস্তান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ জুন, ২০২১, ১২:০১ এএম

তেজস্ক্রিয় পদার্থ রাখার দায়ে আরো ৭ জনকে গ্রেফতারের পর পাকিস্তান ভারতে অবৈধ ইউরেনিয়াম ব্যবসায়ের খবরের পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, বৃহস্পতিবার ভারতের ঝাড়খন্ড রাজ্যের পুলিশ কালো বাজারে ‘খনিজ ইউরেনিয়াম’ রাখার পরিকল্পনার জন্য ৭ জনকে গ্রেফতারের পর এ বিবৃতি প্রকাশিত হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা অভিযুক্ত দুজনের কাছ থেকে ৬.৪ কেজি ‘ইউরেনিয়াম খনিজ’ জব্দ করেছে। আদালতের নথি এবং এফআইআর অনুসারে, বোকারোর এক প্রবীণ পুলিশ অফিসার ২ জুন একটি ‘টিপ’ পেয়েছিলেন যে, দীপক মাহাতো, পঙ্কজ কুমার, মহাবীর মাহাতো, এম শর্মা এবং কৃষ্ণ কান্ত- পাঁচ জন ‘কালোবাজারে অবৈধভাবে নিষিদ্ধ খনিজ ইউরেনিয়াম বিক্রির পরিকল্পনা’ নিয়ে ‘একত্রিত’ হয়েছিলেন। পাকিস্তান পররাষ্ট্র দফতরের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, ‘ভারতে অবৈধ ৬ কেজি ইউরেনিয়াম বিক্রি চেষ্টার আরো একটি ঘটনার খবর আমরা দেখেছি’। গত মাসে ভারতের মহারাষ্ট্র রাজ্যে ৭ কেজি ইউরেনিয়ামের সাথে জড়িত একই জাতীয় ঘটনা এবং অতীতে এ ধরনের অন্যসব খবর গভীর উদ্বেগের বিষয়, কারণ তারা লক্ষণীয় নিয়ন্ত্রণ, দুর্বল নিয়ন্ত্রণকারী ও প্রয়োগকারী ব্যবস্থার পাশাপাশি একটি কালো অস্তিত্বের সম্ভাব্য অস্তিত্বের দিকে ইঙ্গিত করে তিনি আরও জানান, ভারতের অভ্যন্তরে পারমাণবিক পদার্থের বাজার রয়েছে। ভারতের মহারাষ্ট্র রাজ্যের সন্ত্রাসবিরোধী স্কোয়াড গত মাসে বলেছিল যে, বাজেয়াপ্ত করা মালামালের মূল্য প্রায় ২৯ লাখ ডলার এবং মামলার তদন্ত চলছে। ‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ১৫৪০ এবং ফিজিক্যাল প্রোটেকশন অব নিউক্লিয়ার ম্যাটেরিয়াল সম্পর্কিত আইএইএ কনভেনশন (সিপিপিএনএম) রাষ্ট্রগুলোকে পারমাণবিক পদার্থের ভুল হাতে পড়া রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা বাধ্যতামূলক করে তোলে’-এফও’র পরিসংখ্যানটি পড়–ন। পাকিস্তান এ জাতীয় ঘটনার নিখরচায় তদন্তের এবং তাদের বিচ্যুতি রোধে পারমাণবিক উপাদানের নিরাপত্তা জোরদারে পদক্ষেপের পুনরায় আহবান জানিয়েছে। ‘আন্তর্জাতিক শান্তি ও নিরপাত্তার পাশাপাশি বিশ্বব্যাপী অ-বিস্তার ব্যবস্থার পবিত্রতার সাথে তার প্রাসঙ্গিকতার প্রেক্ষিতে ইউরেনিয়াম বিক্রির চেষ্টা ও অভিপ্রায় ব্যবহারের উদ্দেশ্য ও চ‚ড়ান্ত ব্যবহার নির্ধারণ করাও সমান গুরুত্বপূর্ণ’। সাম্প্রতিক বছরগুলোতে ভারতে তৃতীয়বার এ জাতীয় উচ্চ তেজস্ক্রিয় পদার্থটি পুলিশ দখল করল। ২০১৬ সালে পুলিশ মহারাষ্ট্রের থানায় প্রায় ৯ কেজি (১৯.৮ পাউন্ড) অবসন্ন ইউরেনিয়াম জব্দ করে। ইউরেনিয়াম পারমাণবিক বিস্ফোরক এবং চিকিৎসা কৌশলসহ বেশ কয়েকটি ক্ষেত্রে ব্যবহৃত হয়। এক্সপ্রেস ট্রিবিউন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ