বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহের তারাকান্দায় পলিটেকনিকেল ইনস্টিটিউটে সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়ুয়া শাহিনুর আলম ওরফে ইকবাল (১৯) নামে এক শিক্ষার্থী নিখোঁজের ৫ দিন পর আজ শনিবার পরিত্যক্ত হাউজিং মাঠের টয়লেটের ট্রাংক থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্যে ইকবালের পাশের বাড়ির বাসিন্দা মোহাম্মদ আলী ও তার ছেলে রানাকে আটক করেছে পুলিশ।
জানা যায়, তারাকান্দা উপজেলার কামারিয়া ইউনিয়নের পলাশকান্দা গ্রামের আবদুর রউফ এর পুত্র ময়মনসিংহ রুমডো পলিটেকনিকেল ইনস্টিটিউট সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ুয়া শিক্ষার্থী মোঃ শাহিনুর আলম ওরফে ইকবাল (১৯) গত সোমবার (৩১ মে) রাত ১০ টায় বাড়ির পাশে এক দোকানে চা পানের কথা বলে বের হয়ে যায়। এরপর সে আর বাড়ি ফিরেনি। এ ব্যাপারে পরদিন মঙ্গলবার (১ জুন) ওই শিক্ষার্থীর পিতা আব্দুর রউফ তারাকান্দা থানার জিডি করেন। নিখোঁজের পর অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি পরিবার।
আজ শনিবার সকালে নিখোঁজ ছাত্রের বাড়ির ২শ মিটার দূরে পরিত্যক্ত হাউজি খেলার মাঠে দুর্গন্ধ ছড়ালে দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। তারাকান্দা থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত হাউজি মাঠের পাশে টয়লেটের ট্যাংক থেকে নিখোঁজ ছাত্র শাহিনুর আলম ওরফে ইকবালের লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের সোহেল পরিত্যক্ত খেলার মাঠের পাশে টয়লেটের ট্যাংক থেকে লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।