নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্লেট ফাইনালে পৌঁছেছে জিম্বাবুয়ে। একপেশে লড়াইয়ে ৮ উইকেটে জিতেছে দলটি। গতকাল কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৩৯ ওভার ৫ বলে ৯১ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। দলটির প্রথম আট ব্যাটসম্যানের মধ্যে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল রিভালদো মুনস্যামি (৩২)। ৯ ওভারে দুটি মেডেনসহ ১০ রানে ৪ উইকেট নেন রিচার্ড নগারাভা। জবাবে ২২ ওভারে দুই উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে। সর্বোচ্চ ৩৪ রানে অপরাজিত থাকেন জেরেমি আইভস। অপরাজিত ২৬ রানের আরেকটি ভালো ইনিংস খেলেন রায়ান মারে। একই দিন কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম অ্যাকাডেমি ত্রয়োদশ স্থান প্লে-অফ সেমি-ফাইনালে ৭৬ রানে ফিজিকে হারিয়েছে স্কটল্যান্ড।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।