Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার ভারতেও শুরু হচ্ছে রাশিয়ার স্পুতনিক-ভির উৎপাদন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুন, ২০২১, ১২:২৮ পিএম

এবার রাশিয়ার স্পুটনিক ফাইভ-এর টিকার উৎপাদন শুরু হবে ভারতেও। শনিবার রাশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত ডি.বি.ভেঙ্কটেশ এ কথা জানান। আগামী আগস্টেই উৎপাদন শুরু হয়ে যাবে বলে জানালেন। আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস নাগাদ স্পুটনিক ফাইভের ৮৫ কোটি ডোজ উৎপাদন হবে ভারতে।

তিনি বলেন, 'গোটা বিশ্বে উৎপাদিত স্পুটনিক ভ্যাকসিনের ৬৫ থেকে ৭০ শতাংশই হবে ভারতে উৎপাদিত।' ভারতের চাহিদা মিটে গেলে অন্যান্য দেশে তা রপ্তানি করবে রাশিয়া।
এনডিটিভির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এ বিষয়ে সেরামের একজন মুখপাত্র জানিয়েছেন ‘রাশিয়ার করোনার টিকা স্পুতনিক–ভি উৎপাদনের জন্য আমরা (সেরাম) প্রাথমিক অনুমতি পেয়েছি। তবে পুরোদমে উৎপাদনে যেতে আরও কয়েক মাস সময় লাগতে পারে। এর মধ্যে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন- এ দুটি টিকার উৎপাদন আমাদের মনোযোগের কেন্দ্রে থাকবে।’
ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ করোনার টিকা স্পুতনিক–ভির অনুমোদন দিয়েছে। ৬৫টির বেশি দেশ টিকাটি ব্যবহারের অনুমোদন দিয়ে রেখেছে। ভারতে গত ১৪ মে হায়দরাবাদে প্রথম স্পুতনিক–ভির ব্যবহার শুরু হয়েছে।
ড. রেড্ডিজ ল্যাবরেটরিজ ভারতে এ টিকার বাজারজাত করছে। বর্তমানে ভারতের বাজারে আমদানি করা স্পুতনিক–ভি টিকার প্রতি ডোজের দাম ৯৯৫ দশমিক ৪০ রুপি। এখন ভারতে এক ডোজের স্পুতনিক–ভি লাইট টিকার ব্যবহার শুরু করতে চায় ড. রেড্ডিজ।
অনুমোদন পাওয়ায় পুনের সেরাম ইনস্টিটিউটে উৎপাদন হওয়া করোনার তৃতীয় টিকা হবে স্পুতনিক–ভি। এর আগে থেকে প্রতিষ্ঠানটি অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড এবং স্থানীয় প্রতিষ্ঠান ভারত বায়োটেকের টিকা কোভ্যাক্সিন উৎপাদন করছে। দুই ডোজের স্পুতনিক–ভি করোনার বিরুদ্ধে ৯১ দশমিক ৬ শতাংশ সুরক্ষা দিতে সক্ষম বলে গবেষণায় জানানো হয়েছে। সূত্র : এনডিটিভির।



 

Show all comments
  • Tareq Sabur ৫ জুন, ২০২১, ১২:৫৯ পিএম says : 0
    ভারত টিকা উৎপাদন কিভাবে করবে? তাদের ঐ ক্ষমতা নাই। সিরাম ইনস্টিটিউট এর মত লেজেগোবরে করে শেষ পর্যন্ত অন্যের টাকা নিয়ে পালাবে। কি লজ্জা।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্পুতনিক-ভির
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ